ওয়েব ডেস্ক : সপ্তম পে কমিশনের অধিনে থাকা কেন্দ্রীয় সরকারি কর্মীদের বকেয়া কিস্তির টাকা জুলাই মাস থেকে পাওয়া শুরু হবে। সংবাদ মাধ্যম সূত্রে মিলেছে এই খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হাউজ রেন্ট অ্যালাউন্স সহ অন্যান্য ক্ষেত্রে পরিবর্তিত অ্যালাউন্সগুলিতে প্রাপ্য টাকা আগামী মাস থেকে মিলবে বলে খবর। গত শুক্রবার এই বিষয়ে তৈরি হওয়া কমিটি তাদের রিপোর্ট পেশ করেছে।


তাদের রিপোর্ট অনুসারে হাউজ রেন্ট অ্যালাউন্স ২৪ শতাংশ, ১৬ শতাংশ ও ৮ শতাংশ হারে নির্ধারণ করা হয়েছে। এই অ্যালাউন্স X, Y ও Z কাটেগোরির শহরের জন্য যথাক্রমে ধার্য করা হয়েছে। যদিও, মহার্ঘ ভাতার ওপর নির্ভর করে হাউজ রেন্টে শতাংশের হারে পরিবর্তন করা হবে। তবে, কেন্দ্রীয় সরকারি কর্মীরা তাদের বর্তমান হাউজ রেন্টের হারই বহাল রাখার দাবি জানিয়েছেন।


গত এপ্রিল মাসেই কেন্দ্রীয় সরকার সপ্তম পে কমিশনের নতুন হারে স্বীকৃতি দিয়ে দিয়েছে। বর্তমানে ৪৭ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী রয়েছে।


আরও পড়ুন- ৭৫ লাখের বেশি হোম লোনের ক্ষেত্রে সুদের হার কমাচ্ছে SBI