ওয়েব ডেস্ক : ফের চাকরির বাজার খুলতে চলছে। তাও আবার কেন্দ্রীয় সরকারি। অন্তত এমনটাই জানা গেছে সূত্রে মারফত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানেন কোন কোন পদে কত কর্মী নিয়োগ হবে?


সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে ২ লক্ষ ৮০ হাজার কর্মী নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারের তরফে। মূলত, আয়কর দফতর, পুলিশ ও শুল্ক দফতরেই নিয়েগ করা হবে। নোট বাতিলের পর দেশজুড়ে কালো টাকা ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছে আয়কর দফতর। মনে করা হচ্ছে সেই কাজেই  প্রচুর কর্মীর প্রয়োজন। তাই এবার নতুন করে কর্মী নিয়োগ করতে চলেছে আয়কর দফতর। খবরে প্রকাশ, ২০১৮ সালের মধ্যে আয়কর দফতর তাদের কর্মীর সংখ্যা ৮০ হাজার করতে চলেছে।


আরও পড়ুন- আজ থেকেই ব্যাঙ্কে ৪ বারের বেশি লেনদেন পিছু গুনতে হবে ১৫০টাকা


একইভাবে কেন্দ্রীয় শুল্ক দফতরেও কর্মীর সংখ্যা বাড়ানো হবে বলে খবর। বাড়ানো হবে বিদেশ দফতরের কর্মী সংখ্যাও। গোয়েন্দা শাখাতেও বাড়ানো হবে কর্মীর সংখ্যা। প্রতিটি ক্ষেত্রেই ২০১৮ সালের মধ্যে নিয়োগ পদ্ধতি শেষ করা হবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দতরে সচিব পর্যায়েও নিয়োগ করা হবে।