ওয়েব ডেস্ক: আপনি কি কেন্দ্রীয় সরকারি কর্মী? তাহলে মাস পয়লায় স্যালারি অ্যাকাউন্টের ব্যালান্স দেখে চমকে উঠবেন না। পয়লা অগাস্ট বেশ কিছু বাড়তি টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে।


আরও পড়ুন- রাজ্যের জন্য একগুচ্ছ দাবি নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে দেখা মমতার


সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে কর্মীদের মূল বেতন আড়াইগুণের বেশি বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। পয়লা জানুয়ারি থেকে কার্যকর হয়েছে সেই বেতন হার। এই ছমাসের বাড়তি টাকা বা এরিয়ারও একলপ্তেই দিয়ে দেওয়া হবে কর্মীদের। পয়লা অগাস্টই অ্যাকাউন্টে জমা পড়বে বাড়তি টাকা। তবে মহার্ঘ্যভাতা আপাতত পুরনো বেতনক্রম অনুসারেই  দেওয়া হবে। নতুন বেতন ক্রমের অতিরিক্ত মহার্ঘ্যভাতা ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে।


আরও পড়ুন- সন্ত্রাস নিয়ে পাকিস্তানকে কোণঠাসা করতে সার্ক বৈঠকে রাজনাথ