ওয়েব ডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র ওপর হামলার ঘটনায় এবার রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শুধু তাই নয়, রিপোর্ট চাওয়া হয়েছে গতকাল বিজেপির অভিযানে পুলিসের ভূমিকা জানতে চেয়েও। আসানসোলে বাবুল সুপ্রিয়র ওপর হামলার প্রতিবাদে গতকাল মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বিজেপি। সেই কর্মসূচিতে ছিলেন রূপা গাঙ্গুলিও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন দু'-তিনদিনের মধ্যে চকোলেট ও দোদোমা ফের নিষিদ্ধ বাজির তালিকায়


এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। বেশ কিছু জায়গায় সেই বিক্ষোভের জেরে অশান্তিও ছড়ায়। তবে, হাজরা মোড়ে বিক্ষোভ রণক্ষেত্রের চেহারা নেয়। রাজ্য সরকারের কাছে এই দুটি ঘটনারই রিপোর্ট চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।


আরও পড়ুন  ভুল ওষুধ খাইয়ে অন্তঃসত্ত্বা মহিলাকে মেরে ফেলার অভিযোগ উঠল