ওয়েব ডেস্ক: বৈদিক ব্রাহ্মণদের কি সংখ্যালঘু তকমা দেওয়া ‌যেতে পারে? এনিয়ে ভাবনাচিন্তা করছে কেন্দ্রীয় সরকার। তবে বাধা হয়ে দাঁড়িয়েছে জাতীয় সংখ্যালঘু কমিশন। তারা জানিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মরাঠি দৈনিক লোকসত্তার প্রতিবেদনের দাবি, বৈদিক ব্রাহ্মণদের সংখ্যালঘুর শ্রেণির রাখার প্রস্তাব দিয়েছে কেন্দ্র। এব্যাপারে সংখ্যালঘু কমিশনকে ভাবনা চিন্তা করতে বলেছে সরকার। 


২০১৬-১৭ সালের রিপোর্টে জুলাই মাসে কেন্দ্রকে কমিশন জানায়, বৈদিক ব্রাহ্মণদের সংখ্যালঘু তকমা দেওয়া উচিত নয়। কারণ, তাঁরা হিন্দু ধর্মেরই অংশ। তবে এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার কেন্দ্রের উপরে ছেড়েছে কমিশন। বৈদিক ব্রাহ্মণদের সংখ্যালঘুর তকমার দাবি তুলেছে ব্রাহ্মণ মহাসভা বা অখিল ভারতীয় ব্রাহ্মণ মহাসভা। কমিশনের বক্তব্য, বৈদিক ব্রাহ্মণদের সংখ্যালঘু শ্রেণিতে ফেলা হলে, রাজপুত বৈশ্য ও অন্যান্য হিন্দু জাতি থেকে একই দাবি উঠবে।  


১৯৯২ সালের সংখ্যালঘু আইনের ধারায় সংখ্যালঘু কমিশন গঠিত হয়। ছ'টি ধর্মকে এদেশে সংখ্যালঘুর স্বীকৃতি দেওয়া হয়েছে। তারা হল- মুসলিম, ক্রিশ্চান, শিখ, বৌদ্ধ, পার্সি ও জৈন। 


আরও পড়ুন, ভণ্ড বাবা-র তালিকা প্রকাশ করল অখিল ভারতীয় আখাড়া পরিষদ