নিজস্ব প্রতিবেদন: করোনা নিয়ন্ত্রণে জরুরিকালীন ক্ষেত্রে ব্যবহারের জন্য যে কোনও ভ্যাকসিন অনুমোদন পেলেই দেশদুড়ে শুরু হয়ে যাবে টিকা দেওয়ার কাজ। এর জন্য রাজ্যগুলিকে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করে রাখতে বলা হয়েছে কেন্দ্রের তরফে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-আসানসোলের মানুষের জন্য দরকারে চেয়ার ছাড়তে রাজি, ইঙ্গিতপূর্ণ মন্তব্য জিতেন্দ্রর 


এদিকে, টিকাকরণ নিয়ে সোমবার একটি নির্দেশিকা প্রকাশ করল কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের লক্ষ্য হল প্রথম ধাপে দেশের ৩০ কোটি মানুষকে করোনা টিকা দেওয়ার। এদের মধ্যে থাকবেন স্বাস্থ্যকর্মী, করোনা নিয়ন্ত্রণে যাঁরা সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করছেন, ৫০ বছরে বেশি বয়সের মানুষ ও ৫০ বছরের নীচে যাদের কো-মরবিডিটি রয়েছে।


আরও পড়ুন-'সবটা মিথ্যে, ১ শতাংশ কাজ,' তৃণমূলের রিপোর্ট কার্ডের পাল্টা বিজেপির ফেল কার্ড!


সরকারের পরিকল্পনা হল-


প্রতি সেশনে ১০০-২০০ জনকে টিকা দেওয়া হবে।


টিকা দেওয়ার পর ৩০ মিনিটে তাদের ওপরে নজর রাখা হবে।


প্রতিটি ভ্যাকসিন টিমে থাকবেন ৫ জন।


টিকা গ্রহণকারীদের জন্য ওয়েটিং রুম ও অবজার্ভেশন রুমের ব্যবস্থা করা হবে।


Co-WIN অ্যাপের মাধ্যমে করোনা টিকা গ্রহণকারীদের ওপরে নজর রাখা হবে।


Co-WIN অ্যাপে টিকা নেওয়ার নেওয়ার জন্য নাম নথিভূক্ত করতে ১২টি ফোটো আইডি কার্ড ব্যবহার করা যাবে। এর মধ্যে রয়েছে আধার, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স।


আগে থেকে নাম নথিভূক্ত করা থাকলেই টিকা পাওয়া যাবে।


ভ্যাকসিন সংরক্ষণের জন্য সব ব্যবস্থা করতে হবে।