জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেন্দ্র সরকারের প্রায় ৬৫ লক্ষ কর্মচারী জুলাই মাস থেকে মহার্ঘ ভাতার অপেক্ষায় রয়েছেন। সূত্রের খবর নবরাত্রির মধ্যেই মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে সরকার। কেন্দ্র ঘোষণা করলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়বে প্রায় ৪ শতাংশ। কিন্তু সরকারের এই ঘোষণার আগেই বিপাকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কারণ সরকার সপ্তম বেতন কমিশনের পরামর্শ অনুযায়ী পদোন্নতির ক্ষেত্রে বেশকিছু শর্ত পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এই প্রসঙ্গে ২০ সেপ্টেম্বর ডিপার্টমেন্ট অফ পার্সোন্যাল অ্যান্ড ট্রেনিংয়ের পক্ষ থেকে একটি বিবৃতিও জারি করেছে। তারা জানিয়েছে সপ্তম বেতন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এই পরিবর্তন করা হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Congress President Election: কংগ্রেস সভাপতি নির্বাচনে নেই, গেহলতকে এক পদের কথা মনে করালেন রাহুল


সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বছরে দুবার সংশোধিত হয়। জানুয়ারি এবং জুলাই মাসে। অল ইণ্ডিয়া কনজিউমার প্রাইসের ভিত্তিতে বৃদ্ধি পায় মহার্ঘ ভাতা। জুনে অল ইণ্ডিয়া কনজিউমার প্রাইস ছিল  ১২৯.২। তার ভিত্তিতেই সরকারি কর্মচারীদের ডিএ ৪ শতাংশ বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এবার সপ্তম বেতন কমিশনের পরামর্শ অনুযায়ী মহার্ঘ ভাতা বৃদ্ধির ক্ষেত্রে বেশকিছু পরিবর্তন এসেছে। লেভেল ওয়ান এবং লেভেল টু কর্মচারীদের ডিএ বৃদ্ধির ক্ষেত্রে ৩ বছর পরিষেবা দিতে হবে। লেভেল ৬ থেকে ১১ এর জন্য পরিষেবা দিতে হবে ১২ বছর। লেভেল ৭ এবং ৮ এর জন্য প্রয়োজন মাত্র ২ বছরের অভিজ্ঞতা।


সপ্তম বেতন কমিশনের অধীনে সরকারি কর্মচারীদের ডিএ বেড়েছিল মার্চ মাসে। ভাতা বেড়েছিল প্রায় ৩ শতাংশ। ফলে এবার সরকারি কর্মচারীদের ডিএ বাড়ার সম্ভাবনা থাকলেও সেখানে আরোপিত হচ্ছে নতুন শর্ত। যদি সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি পায় তাহলে তাঁদের মহার্ঘ ভাতা ৩৪ শতাংশ থেকে বেড়ে প্রায় ৩৮ শতাংশ হওয়ার সম্ভাবনা থাকছে।


করোনা অতিমারীর কারণে ২০২০ সালের জানুয়ারি মাস থেকে ২০২১ সালের জুন মাস পর্যন্ত সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেয়নি কেন্দ্রীয় সরকার। তাহলে এবার কি বকেয়া ১৮ মাসের টাকা পাবেন তাঁরা? কেন্দ্রীয় সরকার যদি এই বকেয়া ১৮ মাসের টাকা মিটিয়ে দেয় তবে এবার নিশ্চয় এবারের পুজোতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পকেট থাকবে গরম।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)