নিজস্ব প্রতিবেদন: আধার কার্ডের সঙ্গে ভোটার আইডির সংযুক্তিকরণের ক্ষমতা চায় নির্বাচন কমিশন। এনিয়ে একধাপ এগোল কেন্দ্র। নির্বাচন কমিশনকে ওই ক্ষমতা দিতে আইন সংশোধনের পথেই  হাঁটতে চলেছে মোদী সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বোলপুরের সিয়ান গ্রামে উদ্ধার ৫০টির বেশি বোমা


নির্বাচন কমিশনের হাতে ওই ক্ষমতা তুলে দিতে হলে সরকারকে ১৯৫১ সালের জন প্রতিনিধিত্ব আইন সংশোধন করতে হবে। আইন মন্ত্রক সূত্রে খবর, এ ব্যাপারে কেন্দ্রের সায় রয়েছে।


নির্বাচন কমিশনের হাতে ভোটার আইডির সঙ্গে আধার সংযুক্তিকরনের ক্ষমতা তুলে দিলে কী লাভ হবে? নির্বাচন কমিশনের অভিমত, সংযুক্তিকরণ হলে খুব সহজেই ভোটার তালিকা তৈরি করা যাবে। সহজেই বাদ দেওয়া যাবে ভুয়ো ভোটারদের। পাশাপাশি বাড়ি থেকে দেশের অন্যত্র যাঁরা রায়েছেন তাঁরা সেখান থেকেই ভোট দেওয়ার সুযোগ পাবেন। এক্ষেত্রে উপকৃত হবেন শ্রমিকরা।


আরও পড়ুন-শেষযাত্রায় সাহেব, প্রিয় 'দাদা'কে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন ঋতুপর্ণা-রচনা


উল্লেখ্য, আধার কার্ডের সঙ্গে ভোটার আইডির সংযুক্তিকরণের কাজ শুরু হয়েছে ২০১৫ সালে। তবে সুপ্রিম কোর্টের একটি রায়ের পর তা বন্ধ হয়ে য়ায়। তার পর থেকেই আইন মন্ত্রকের কাছে এব্যাপারে দরবার করছিল কমিশন।