নিজস্ব প্রতিবেদন: রামমন্দির ইস্যুতে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। এবার এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের তরফে সুপ্রিম কোর্টে দায়ের করা হল রিট পিটিশন। অযোধ্যায় রাম-জন্মভূমির বিতর্কিত জমি বাদ দিয়ে বাকি অবিতর্কিত জমি ব্যবহারের অনুমতি চায় কেন্দ্র। তাই এই আবেদন জানানো হয়েছে মোদী সরকারের তরফে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: রামমন্দির নির্মাণ নিয়ে মোদী সরকারের সদিচ্ছার অভাব নেই: বিশ্বহিন্দু পরিষদ


প্রসঙ্গত, ২০১৩ সালে রামজন্মভূমি নিয়ে রায় দিয়েছিল এলাহবাদ হাইকোর্ট। সেই রায় অনুযায়ী, ৬৭ একর জমির উপর স্থিতাবস্থা জারি করা হয়েছে। কিন্তু ওই জমির মধ্যে ২.৭৭ একর জমি বিতর্কিত।


কেন্দ্রীয় সরকারের বক্তব্য, বাকি অবিতর্কিত জমির উপর স্থিতাবস্থা বজায় রাখার কোনও প্রয়োজন নেই। তাই ওই স্থিতাবস্থা তুলে নেওয়ার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্র।



মোদী সরকার চায়, অবিতর্কিত জমির কিছুটা অংশ রামজন্মভূমি ন্যাসকে দিয়ে দিতে। সেই অনুমতিই সুপ্রিম কোর্টের কাছে চেয়েছে নরেন্দ্র মোদীর সরকার।


অযোধ্যা মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। এ নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জন গগৈ পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চও গঠন করেছেন। আজ, ২৯ জানুয়ারি থেকে মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। এক বিচারপতি না থাকায় শুনানি ফের পিছিয়ে গিয়েছে।


আরও পড়ুন: প্রয়াত প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজ


রামমন্দির ইস্যু ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির বড় হাতিয়ার ছিল। ক্ষমতায় এসে অযোধ্যায় রামমন্দির বানানোর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল বিজেপির তরফে। কিন্তু মোদী-জমানার সাড়ে চার বছরে সেই দাবি পূরণ হয়নি।


বরং ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে ফের নতুন করে রামমন্দির নির্মাণের আওয়াজ উঠতে শুরু করেছে। সংঘের একাংশ বারবার এই দাবি তুলছে। সেই দাবিতে গলা মিলিয়েছে এনডিএ শরিক শিবসেনাও।


আরও পড়ুন: মহিলার ওড়না ধরে টানলেন কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, দেখুন ভিডিয়ো


অথচ গোটা বিষয়টি আদালতের বিচারাধীন হওয়ায় এ নিয়ে কোনও পদক্ষেপ করা সম্ভব ছিল না বিজেপির পক্ষে। ফলে চাপ ক্রমশ বাড়ছিল মোদী সরকারের উপর। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাল্টা কৌশল হিসেবেই সুপ্রিম কোর্টে মোদী সরকার রিট পিটিশন দিল বলে মত রাজনৈতিক মহলের।