মহিলার ওড়না ধরে টানলেন কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, দেখুন ভিডিয়ো
ঘটনায় সিদ্দারামাইয়ার বিরুদ্ধে তদন্ত করার দাবি করেছে বিজেপি।
নিজস্ব প্রতিবেদন: কর্ণাটকে টলমল অবস্থা কংগ্রেস-জেডিএস সরকারের। এর মধ্যেই আরও একবার বিতর্কে জড়ালেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তাঁর কাছে অভিযোগ নিয়ে এসেছিলেন এক মহিলা। সেই মহিলার সঙ্গে চরম দুর্ব্যবহার করলেন কংগ্রেস নেতা।
সিদ্দারামাইয়ের ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন জামিলা নামের এক মহিলা। কিন্তু যখনই জামিলা কথা বলতে শুরু করতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন সিদ্দারামাইয়া। মাইক ছিনিয়ে নিতে গিয়ে আঁচল টেনে ধরেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
#WATCH Former Karnataka Chief Minister and Congress leader Siddaramaiah misbehaves with a woman at a public meeting in Mysuru. #Karnataka pic.twitter.com/MhQvUHIc3x
— ANI (@ANI) January 28, 2019
ঘটনায় সিদ্দারামাইয়ার বিরুদ্ধে তদন্ত করার দাবি করেছে বিজেপি।
এদিকে কর্ণাটকে কংগ্রেস-জেডিএস জোট সরকারের দেখা গিয়েছে ফাটল। পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী কুমারস্বামী। তাঁর কথায়, সিদ্দারামাইয়াকে নেতা হিসেবে বেছে নিয়েছেন কংগ্রেস বিধায়করা। এভাবে চলতে থাকলে আমি পদত্যাগে রাজি। সীমা লঙ্ঘন করছেন বিধায়করা। তাঁদের নিয়ন্ত্রণ করা উচিত কংগ্রেসের।
আরও পড়ুন- জমানার সঙ্গে খাপ খাইয়ে নতুন রূপে ফিরছে বজাজের স্কুটার
গত জুনে কর্ণাটক লোকসভা নির্বাচনের ফল বেরোলে দেখা যায় সংখ্যাগরিষ্ঠতা থেকে ৯ আসন দূরে থেমেছে বিজেপি। ২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় বিজেপি পেয়েছে ১০৪টি আসন। কংগ্রেস পেয়েছে ৮০টি আসন, জনতা দল সেকুলার পেয়েছে ৪০টি। একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বিজেপিকে সরকার গড়তে ডাকেন রাজ্যপাল। কিন্তু সংখ্যা জোগাড় করতে না-পারায় আস্থাভোটের আগেই পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। এর পর কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হন জনতা দল সেকুলার নেতা এইচডি কুমারস্বামী।শপথের পর থেকেই অম্লমধুর সম্পক কুমারস্বামী ও কংগ্রেসের। বারবার কংগ্রেসের দাদাগিরিতে বিরক্ত হয়ে বয়ান দিয়েছেন তিনি। ফের একবার ধৈর্যের বাঁধ ভাঙল তাঁর। লোকসভা নির্বাচনের মুখে তাঁর এই বয়ানের তাত্পর্য খুঁজছে রাজনৈতিক মহল।