জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অশান্ত মণিপুর, শান্ত হয়েছিল সাময়িক। তারপর আবার তা অশান্ত হয়েছিল। তারপর থেকে চলছেই এই অশান্তি-খুন-জখম-ধর্ষণের অন্ধ জটিল স্রোত। আর এরই প্রক্ষিতে মণিপুরের ৫ জেলায় ফের জারি হল 'আফস্পা' (AFSPA)। ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, জিরিবাম, কাঙ্গপকপি এবং বিষ্ণুপুর। এই পাঁচ জেলায় আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত 'আফস্পা' জারি থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রক মণিপুরের ছ'টি পুলিস স্টেশন থেকে ওই পাঁচ জেলায় এই 'আর্মড ফোর্সেস (স্পেশাল পাওয়ার) অ্যাক্ট, ১৯৫৮' লাগু করার অনুমতি দিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Pakistan’s Green Line Expresses: 'বন্দে ভারতে'র ৪ বছর আগে ছুটতে শুরু করা প্রিমিয়াম এই ট্রেনটির বিষয়ে কিছু জানেন?


ক'দিন আগে ফের রক্তাক্ত হয়েছিল মণিপুর। জিরিবাম জেলায় সিআরপিফে'র সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছিলেন ১১ জন কুকি জঙ্গি। জিরিবামে কী অবস্থা তা খুব স্পষ্ট নয়। তখনই জানা গিয়েছিল, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত হয়েছিলেন এক সিআরপিএফ জওয়ানও। অসম-মণিপুর সীমান্তে একটি থানায় এর কয়েকদিন আগেই হামলা চালিয়েছিল কুকি জঙ্গিরা। ওই থানার পাশেই ছিল একটি রিলিফ ক্যাম্প। অনুমান করা হচ্ছে ওই ক্যাম্পটিও জঙ্গিদের নিশানায় ছিল।


ওই থানায় হামলার পর কুকি জঙ্গিরা থানা থেকে এক কিলোমিটার দূরে জাকুরাডোর কারংয়ে হামলা চালায়। সেখানে একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তখনই ছুটে আসে সিআরপিএফ। শুরু হয়ে যায় গুলির লড়াই। আসলে গত সপ্তাহ থেকেই উত্তেজনা বাড়ছিল জিরিবামে। গত বৃহস্পতিবার হামার উপজাতির এক মহিলা খুন হন মেইতেই উপজাতির হাতে। ওই মহিলার স্বামীর অভিযোগ খুনের আগে ধর্ষণও করা হয় তাঁকে। উল্লেখ্য, এখন ধান কাটার মরশুম চলছে। চাষিরা জমিতে যেতে বাধ্য হচ্ছেন। এরকম পরিস্থিতিতে ওই সকালে ইম্ফল পূর্ব জেলায় গুলি চালাতে শুরু করে কুকি জঙ্গিরা। প্রায় ৪০ মিনিট ধরে তারা গুলি চালায় বলে খবর।


আরও পড়ুন: Kolkata Municipal Corporation: উফ! ধর্মতলায় খোদ কলকাতা কর্পোরেশনের বাড়িতেই সাপ! ভয়ংকর...


কতদিন চলবে এই অবস্থা মণিপুরে? কবে হবে পরিস্থিতি বদল? স্বরাষ্ট্র মন্ত্রক তাদের এই হালের সিদ্ধান্ত নিয়ে জানিয়েছে, মণিপুরের অবস্থা খুবই 'ভোলাটাইল', তাই এই ব্যবস্থা। আপাতত ৩১ মার্চ পর্যন্ত তো থাকছেই। দেখা যাক, পরিস্থিতি কী হয়। 


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)