Pakistan’s Green Line Expresses: 'বন্দে ভারতে'র ৪ বছর আগে ছুটতে শুরু করা প্রিমিয়াম এই ট্রেনটির বিষয়ে কিছু জানেন?

India’s Vande Bharat Express vs Pakistan’s Green Line: পাকিস্তানও থেমে নেই। তারা গ্রিন লাইন এক্সপ্রেস নামিয়েছে। যাকে বন্দে ভারতের সঙ্গে তুলনা করা হচ্ছে। সত্যিই কি তাই?

| Nov 14, 2024, 14:22 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দে ভারত চালু করেছিলেন। তিনি চান আগামী দিনে অন্তত সাড়ে চারহাজার বন্দে ভারত ছুটবে দেশ জুড়ে। এদিকে পাকিস্তানও কিন্তু থেমে নেই। তারাও গ্রিন লাইন এক্সপ্রেস নামিয়েছে। যাকে ভারতের সেমি-হাই-স্পিড বন্দে ভারতের সঙ্গে তুলনা করা হচ্ছে। 

1/6

গ্রিন লাইন

পাকিস্তানের সব চেয়ে বিলাসবহুল ও সবচেয়ে দ্রুতগতির ট্রেন হল 'গ্রিন লাইন এক্সপ্রেস'। ২০১৫ সাল নাগাদ এর যাত্রা শুরু।

2/6

করাচি থেকে ইসলামাবাদ

ট্রেনটি চলে করাচি থেকে ইসলামাবাদ। ২২ ঘণ্টায় ১০টা রেলওয়ে স্টেশন অতিক্রম করে এটি। 

3/6

বিশেষ ফিচার

কী কী থাকে ট্রেনটিতে? দুটি পার্লার কার, পাঁচটি বিজনেস কোচ, ছটি এসি স্ট্যান্ডার্ড কোচ এর বিশেষ ফিচার। 

4/6

১০৫ কিমি/৭২ কিমি

ট্রেনটির গতি কত জানেন? এর সর্বোচ্চ গতি ১০৫ কিমি। এর অ্য়াভারেজ স্পিড ৭২ কিমি প্রতি ঘণ্টা। 

5/6

হাই-এন্ড অ্যামেনিটিজ

পাকযাত্রীরা ট্রেনটিতে কিছু হাই-এন্ড অ্যামেনিটিজ উপভোগ করতে পারেন। যেমন, ওয়াই-ফাই, অনবোর্ড এন্টারটেনমেন্ট, কমপ্লিমেন্টারি মিলস, ইউটিলিটি কিটস এবং অন্য কিছু রিফ্রেশমেন্ট।

6/6

টিকিটমূল্য

টিকিটের দামটা পরিবর্তনশীল। মুদ্রাস্ফীতির জেরে তার ওঠা-নামা আছে। তবে মোটামুটি এরকম: গ্রিন লাইন ইকনমি ক্লাসের টিকিটমূল্য পাক মুদ্রায় ২২০০ টাকা, বার্থ-ইকনমির দাম পড়ে ২৩০০ টাকা।