নিজস্ব প্রতিবেদন: বহুদিন পরে উত্তরপূর্ব ভারতের কোনও একটি রাজ্য থেকে তুলে নেওয়া হল সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন আফস্পা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মামলা পিছু ছাড়ছে না পঞ্চায়েত ভোটের!


সোমবার গোটা মেঘালয় ও অরুণাচল প্রদেশের অধিকাংশ এলাকা থেকে আফস্পা তুলে নেওয়ার কথা জানিয়ে দিল কেন্দ্র। বর্তমানে অরুণাচলের মাত্রা ৮টি থানা এলাকায় এখনও জারি রইল ওই আইন। ওই আইন আনু‌যায়ী সেনা কোনও নোটিশ ছাড়াই কোনও তল্লাশি চালাতে পারে। ‌যে কোনও ব্যক্তিকে গ্রেফতারও করতে পারে। এনিয়ে প্রবল ক্ষোভ ছিল ওইসব এলাকার মানুষদের মধ্যে।


আরও পড়ুন-শাঁখা-সিঁদুর পরে অন্য পুরুষের পাশে হবু স্ত্রী! ফেসবুকে ছবি দেখেই বিয়ে বাতিল


কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ এপ্রিল মেঘালয় থেকে আফস্পা তুলে নেওয়া হয়। অরুণাচলের ১৬টি থানায় আফস্পা জারি ছিল। তা কমিয়ে ৮টি থানায় আনা হল।


উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতিতে আরও জানানো হয়েছে, গত ৪ বছরে উত্তরপূর্ব ভারতে নাশকতার ঘটনা ৬৩ শতাংশ কমেছে। অন্যদিকে, ২০১৭ সালে সাধারণ মানুষের মৃত্যুর ঘটনা ৪০ শতাংশ হ্রাস পেয়েছে। প্রসঙ্গত কাশ্মীরের জারি রয়েছে এই আইন।