নিজস্ব প্রতিবেদন: দেশের সড়ক পরিবহণের চেহারাটাই বদলে ‌যাবে। মোট ২ লাখ কিলোমিটার হাইওয়ে ও ১২টি এক্সপ্রেসওয়ে নির্মাণ করার পরিকল্পনা করেছে কেন্দ্র। এমনটাই জানালেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে গড়করি বলেন, ‘রাজ্য সরকারগুলির সহায়তায় দেশে ২ লাখ কিলোমিটার হাইওয়ে ও ১২টি একপ্রেসওয়ে তৈরি হবে গোটা দেশে। ২০১৮-১৯ অর্থবর্ষে রোজ ৪০ কিলোমিটার রাস্ত তৈরির লক্ষ্যমাত্রা ঠিক করছে সরকার। গোটা দেশে সড়ক, বন্দর, জলপথের খোলনলচে বদলে দিতে জন্য সরকার ৮৫০,০০০ কোটি টাকার প্রকল্প হাতে নিতে চলেছে।’


আরও পড়ুন-রাম নিয়ে রবিবার লঙ্কাকাণ্ড! মুখোমুখি বিজেপি-তৃণমূল 


গড়করি আরও জানান, ‘জলপথকে ব্যবহার করে দেশে আগামী দিনে ১০ হাজার শিপ্লেনের  প্রয়োজন পড়বে। ফলে নতুর করে ভাবতে শুরু করেছে সরকার। কর্ণাটকের বেঙ্গালুরু থেকে মাইসুরু প‌র্যন্ত ৭ হাজার কোটি টাকা খরচ করে তৈরি করা হবে নতুন হাইওয়ে। ১২ হাজার কোটি টাকা খরচ করে তৈরি করা হবে বেঙ্গালুরু থেকে চেন্নাই প‌র্যন্ত একটি এক্সপ্রেসওয়ে।’