নিজস্ব প্রতিবেদন: পুলিস বিশ্ববিদ্য়ালয় তৈরির ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যগুলিতে কলেজও তৈরি করা হবে। বর্তমান ঘটনাক্রম মাথায় রেখে আইপিসি এবং সিআরপিসি-তেও বদল আনার কথা বলেন অমিত শাহ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুনেতে ডিজিএসপি/আইজিএসপি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা রাখেন অমিত শাহ। এক ছাদের তলায় দেশের সব পুলিস আধিকারিককে দেখে ‘বৈচারিক কুম্ভ’ বলে ব্যাখ্যা দেন অমিত শাহ। দায়িত্বশীল পুলিসদের ভূয়শী প্রশংসা করেন তিনি। পাশপাশি শ্রদ্ধা জানান শহীদ পুলিসদের স্মৃতিসৌধে।



আরও পড়ুন- দু’দশকে সবচেয়ে ভয়াবহ আগুন দিল্লিতে, মৃত বেড়ে ৪৩, শোকবার্তা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর


এই অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার পুনে বিমানবন্দরে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শহ। শুভেচ্ছা জানাতে আসেন মহারাষ্ট্রের মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরে। রাজ্যগুলির ডিজি, আইজি, গোয়েন্দা বিভাগের প্রধানদের নিয়ে তিন দিনের কনফারেন্সে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করলেন উদ্ধব ঠাকরে।