নিজস্ব প্রতিবেদন-  রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য সুখবর। বিনামূল্যে আরও টিকা সরবরাহ করবে কেন্দ্র। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রায় ১ কোটি ৯২ লক্ষ প্রতিষেধক দেওযার ঘোষণা হল শুক্রবার। এই টিকার জন্য রাজ্যের প্রশাসন বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কোনও টাকা খরচ হবে না। রাজ্যগুলির কাছে সম্পূর্ণ বিনামূল্যে এই টিকা  আগামী রবিবার থেকেই পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে। শুক্রবার টুইটারে পোস্টটি করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর (Prakash Javdekar)। তিনি লিখেছেন, 'কেন্দ্রীয় সরকার বিনামূল্যে  ১ কোটি ৯২ লক্ষ টিকা সরবরাহ করতে চলেছে। সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এই টিকা পৌঁছে যাবে। আগামী ১৬-৩১ মে-র মাঝে ১৫ দিনে এই টিকা পৌঁছে দেওয়া হবে'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হ্যাশট্যাগে কেন্দ্রীয় মন্ত্রী আরও লিখেছেন, 'ভারত করোনার বিরুদ্ধে যুদ্ধ জারি রেখেছে। টিকা-ই সুরক্ষা কবচ'। 


আরও পড়ুন: মর্মান্তিক ঘটনা! সবচেয়ে বড় কোভিড হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত্যু ৭৪ জনের


কেন্দ্রের টিকানীতি নিয়ে গোটা দেশজুড়ে যখন বিরোধীরা সরব, বিভিন্ন রাজ্যে ক্ষোভ দানা বাঁধছে কেন্দ্রের টিকা বণ্টান নিয়ে, সেই সময়েই এল জাভড়েকরের টুইট। প্রসঙ্গত, দেশের মানুষকে অতিমারী মোকাবিলায় ব্যক্তিগতভাবে টিকা কিনতে হবে কেন, স্বাধীন ভারতে এমন নজির নেই বলে আওয়াজ উঠেছে গোটা দেশজুড়ে। খানিকটা ব্যকফুটে থাকা কেন্দ্র এবার রাস্তা খুঁজছে দেশের মানুষের আস্থা ফিরে পাওয়ার, মত ওয়াকিবহাল মহলের।