নিজস্ব প্রতিবেদন : এনডিএ ছাড়ল টিডিপি। মোদী সরকারকে জোর ধাক্কা দিয়ে শেষ পর্যন্ত জোট ছিন্ন করল চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি। শুক্রবার সকালে টুইট করে এই চরম সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন চন্দ্রবাবু নাইডু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



গত ৮ মার্চ এনডিএ মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন টিডিপির ২ মন্ত্রী। এরপরই অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর মন্ত্রিসভা থেকেও পদত্যাগ করেন বিজেপির বিধায়করা। ফলে দুই শরিকের সংঘাত যে চরমে পৌঁছেছে তা নিশ্চয়তা পায়। এরপর বৃহস্পতিবার রাতে দলের প্রবীন নেতাদের সঙ্গে বৈঠকে বসেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। তারপরই এই চরম সিদ্ধান্ত। 


আরও পড়ুন : শরিকি সংঘাত চরমে, বিজেপির সঙ্গ ছাড়ছে টিডিপি


চন্দ্রবাবু নাইডুর অভিযোগ, ওয়াইএসআর কংগ্রেস ও অভিনেতা পবন কল্যাণের দল জেনা সেনা পার্টিকে ব্যবহার করে তাঁর দলকে নিশানা করছে বিজেপি। তামিলনাড়ুর মতো ছক কষেই এবার তা একই কায়দায় অন্ধ্রপ্রদেশে প্রয়োগ করছে মোদীর দল। ফলে বেশ কিছুদিন ধরে দুই শরিকি দলের সংঘাত চলছিল। অবশেষে এদিন এনডিএ ছাড়ার সিদ্ধান্ত নিল চন্দ্রবাবু নাইডুর দল।