`মন খারাপ কোরো না`, ইসরোকে লেখা খুদের খোলা চিঠি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়ে কবিতার আকারে খোলা চিঠি দিল দশ বছরের খুদে।
নিজস্ব প্রতিবেদন : মন খারাপ কোরো না। অর্বিটার কিন্তু এখনও আছে। ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়ে কবিতার আকারে খোলা চিঠি দিল দশ বছরের খুদে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল সেই চিঠি।
অল্পের জন্য ছোঁয়া যায়নি চাঁদের মাটি। তবুও ইসরোর বিজ্ঞানীদের এতদিনের কঠোর পরিশ্রম ও নিষ্ঠায় মুগ্ধ দেশবাসী। সকলেই পাশে দাঁড়িয়েছেন ইসরোর মহাকাশচারী ও প্রযুক্তিবিদদের। আর দেশবাসীর মনের কথাই যেন প্রকাশ পেল এক ছোট্ট শিশুর কলমে।
অল্পের জন্য চাঁদের কাছাকাছি পৌঁছেও আসে বাধা। চন্দ্রযান-২-এর ল্যান্ডারের সফল অবতরণের আশায় মুখিয়ে ছিল গোটা দেশ। তবে, অবতরণের সামান্য কিছু মুহূর্ত আগেই বিচ্ছিন্ন হয়ে যায় সংযোগ। তবে, তা সত্ত্বেও বিজ্ঞানীদের মতে প্রায় ৯৫% সফল এই অভিযান। আর সেই বিষয়টিই মনে করিয়ে দিতে ভুলল না খুদে। অর্বিটার কিন্তু এখনও চাঁদকে প্রদক্ষিণ করে চলেছে, বাতলে দিল সে।
আরও পড়ুন: ভারতের প্রচেষ্টায় মুগ্ধ বিশ্ব, ইসরোর প্রশংসায় তাবড় দেশ
আবার বিক্রম নিয়ে আর পাঁচ জন দেশবাসীর মতো আশাবাদীও সে। হয়তো বিক্রম ঠিকঠাকই অবতরণ করেছে! আশার আলো খুদের লেখায়।
খুদের চিঠির ছবিটি টুইটারে শেয়ার করেন খুদের মা। এখনও পর্যন্ত টুইটারে প্রায় সাড়ে নয় হাজার বার লাইক করা হয়েছে চিঠিটি।