নিজস্ব প্রতিবেদন : মুম্বইয়ের জনবহুল এলাকা ঘাটকোপরে ভেঙে পড়ল চার্টার্ড বিমান। ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই উদ্ধারকাজে নেমেছে দমকল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



জানা গেছে, উত্তরপ্রদেশ সরকারের বিচক্রাফ্ট কিং এয়ার সি৯০ বিমানটি অবতরণের ঠিক আগে ভেঙে পড়ে। একটি নির্মীয়মাণ বহুতলের কাছেই ভেঙে পড়ে বিমানটি। সঙ্গে সঙ্গে তাতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। কালো ধোঁয়ায় গোটা এলাকা ভরে যায়। খবর পেয়ে সেখানে ছুটে আসে দমকলের বেশ কয়েকটি গাড়ি। চলছে আগুন নেভানোর কাজ।


 



এদিকে এলাকাটিতে ঘন জনবসতি থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। দুর্ঘটনাস্থলটি ঘিরে রেখেছে পুলিস। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।