নিজস্ব প্রতিবেদন: খোদ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই বেলাগাম বিজেপি বিধায়ক। প্রকাশ্য জনসভায় তাঁর নিদান, তৃণমূল প্রার্থী দেখলেই তাড়া করুন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার দলের এক কর্মীসভায় ত্রিপুরার বিজেপি বিধায়ক সুরজিত্ দত্ত বলেন, তৃণমূলকে কোনও ভাবেই জমি ছাড়া যাবে না। আমাদের এখানে রাজত্ব করতে হবে। কাউকে কোনও ভাবে রেয়াত নয়। হাজার হাজার ভোট গিয়ে ভোটবাক্স ভরাতে হবে। আমি তোমাদের জন্য কাজ করি। তোমাদেরও আমাকে লিড দিতে হবে। কাউকে ছাড়বে না। তৃণমূল প্রার্থীকে যেখানে দেখবে সেখানেই তাড়া করবে।


আরও পড়ুন- Sattvik Trains: তীর্থস্থানে ছুটবে নিরামিষ স্পেশাল ট্রেন! শীঘ্রই ব্যবস্থা আনছে IRCTC


ত্রিপুরা তৃণমূলের অভিযোগ, শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উপস্থিতিতে ত্রিপুরার রামনগরের বিধায়ক সুরজিত্ দত্ত নিদান দেন, তৃণমূল প্রার্থীদের যেখানেই দেখবেন সেখানেই তাড়া করুন। কোনও কার্সি নয়, কোনও মার্সি নয়। সুরজিত্ দত্তের ওই মন্তব্যকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল। ত্রিপুরা বিধানসভা নির্বাচনে এবার কোমর বেঁধে লড়াই করতে নামছে তৃণমূল। ফলে কয়েক মাস ধরেই ত্রিপুরায় তৃণমূলের সঙ্গে বিজেপির প্রবল সংঘাত চলছে। সেই আবহেই এবার বিজেপি বিধায়কের ওই মন্তব্যকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল কংগ্রেস।


অন্যদিকে, শেষপর্যন্ত ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়ায় হোটেলে ঢুকতে পারলেন ২ বিধায়ক।  বিজেপির তরফে অভিজিত্ সিনহা ও খোকন দাস দাসকে হোটেলে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূলের। ঘাসফুল শিবিরের অভিযোগ, ওই দুই বিধায়ককে হোটেল থেকে বের করে দিতে চাইছিলেন। হোটেল মালিককে হুমকি দিচ্ছিলেন। শেষপর্যন্ত আদালতের দ্বারস্থ হয় তৃণমূল। সেই মামলার ফলেই শেষপর্যন্ত হোটেলে ঢুকতে পারলেন বিধায়করা। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)