৩০ সেপ্টেম্বরের পর বাতিল হবে ছয় এসবিআই সহযোগী ব্যাঙ্কের চেকবই
সংবাদ সংস্থা: সেপ্টেম্বর শেষ হলেই স্টেট ব্যাঙ্কের একদা অধিনস্থ ছ’টি ব্যাঙ্কের পুরনো চেক বুক বাতিল হতে চলেছে। অর্থাত্ ৩০ সেপ্টেম্বরের পর থেকে এসবিআই-এর একদা সহযোগী ব্যাঙ্কগুলির ইতিপূর্বে ইস্যু করা চেক বইগুলি বাতিলব হয়ে যাবে। এর বদলে ইন্ডিয়া ফিনানসিয়াল সিস্টেম (আইএফসি) কোড সহ নতুন চেক বই ইস্যু করা হবে। বুধবার এমনটাই টুইট করে জানাল স্টেট ব্যাঙ্ক।
আরও পড়ুন- রেল কর্মীদের জন্য পুজোর বোনাস ঘোষণা করলেন জেটলি
এসবিআইয়ের অধিনস্থ মোট ছ’টি ব্যাঙ্ক এবং ভারতীয় মহিলা ব্যাঙ্কের ক্ষেত্রে এই নতুন নিয়ম কর্যকর হতে চলেছে। এসবিআইয়ের ওই ছটি ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অব বিকানির এবং জয়পুর, স্টেব ব্যাঙ্ক অব পাটিয়ালা, স্টেট ব্যাঙ্ক অব রায়পুর, স্টেট ব্যাঙ্ক অব ত্রিবাঙ্কুর এবং স্টেট ব্যাঙ্ক অব হায়দরাবাদ। ব্যাঙ্ক ছাড়াও এটিএম, মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং থেকে নতুন চেক বই আবেদন করতে পারবেন গ্রাহকরা। উল্লেখ্য, ২০১৭-র এপ্রিলে ওই ছটি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত হয়।
আরও পড়ুন- ফের খুন সাংবাদিক, খবর সংগ্রহের 'অপরাধে' প্রাণ গেল শান্তনু ভৌমিকের