নিজস্ব প্রতিবেদন :  ভোটের মুখে ছত্তিশগড়ে ৬২ জন মাওবাদী আত্মসমর্পণ করলেন। মঙ্গলবার ছত্তিশগড়ের নারায়নপুর জেলায় অস্ত্রশস্ত্র সহ পুলিসের কাছে আত্মসমর্পণ করলেন মাওবাদীরা। আর গেরিলা যুদ্ধ নয়, এবার তাঁরা সমাজের মূলস্রোতে ফিরে আসতে চান।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - এবারও সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি কাটাবেন নরেন্দ্র মোদী


বস্তার পুলিসের আইজি বিবেকানন্দ সিং এবং নারায়ণপুরের পুলিস সুপার জিতেন্দ্র শুক্লার উপস্থিতিতে ৫১টি দেশীয় অস্ত্র মাওবাদীরা তুলে দেন। পুলিস জানিয়েছে, আত্মসমর্পণকারী মাওবাদীরা সিপিআই(মাওবাদী)-র কুতুল আঞ্চলিক কমিটির সদস্য ছিলেন। নারায়ণপুরের অবুঝমাড়ই মাওবাদীদের বেসক্যাম্প বলে পরিচিত।



কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মাওবাদীদের এই আত্মসমর্পণকে স্বাগত জানিয়ে বলেন, ওঁদের দেখে অন্য মাওবাদীরাও আত্মসমর্পণের ব্যাপারে উত্সাহী হয়ে উঠবেন।



ভোটের আগে মাওবাদীদের এই আত্মসমর্পণে রাজনৈতিক মহলে স্বস্তির ছাপ স্পষ্ট। ১২ নভেম্বর ১৮টি আসনে এবং ২০নভেম্বর ৭২টি আসনে ভোট ছত্তিশগড়ে। ভোটের আগে ৬২ জন মাওবাদীর আত্মসমর্পণ, ছত্তিশগড়ে বিজেপি সরকারের রাজনৈতিক ও প্রশাসনিক সাফল্য হিসেবেই দেখছেন রাজনৈতিক মহলের একাংশ।