নিজস্ব প্রতিবেদন: আইএনএক্স মিডিয়া মামলায় এবার প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে হেফাজতে নিয়ে জেরা করতে চাইল সিবিআই। ৬ জুন এই মামলায় তাঁকে টানা ৪ ঘণ্টা জেরা করেছেন তদন্তকারীরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে, গ্রেফতারি থেকে বাঁচতে ইতিমধ্যেই একটি 'রক্ষাকবজ' রয়েছে চিদাম্বরমের হাতে। আগামী ১ অগাস্ট প‌র্যন্ত তাঁকে গ্রেফতার করা ‌যাবে না বলে জানিয়ে দিয়েছে দিল্লি হাইকোর্ট। এর মধ্যেই সিবিআইয়ের হেফাজতে নিয়ে জেরা করার সিদ্ধান্ত কপালে ভাঁজ ফেলেছে পোড় 


খাওয়া আইনজীবী তথা রাজনীতিবিদ চিদম্বরমের। মঙ্গলবারই এনিয়ে আদালতে একটি হলফনামা জমা দেবে সিবিআই। এমনটাই দাবি করেছে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম।


আরও পড়ুন-রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ আটে বেলজিয়াম, সামনে ব্রাজিল 


কীভাবে আইএনএক্স মিডিয়া মামলায় জড়িয়ে গেলেন চিদম্বরম? অভিযোগ, ছেলের 'ভালো করতে' গিয়েই বিপাকে পড়েছেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী। ২০০৭ সালে চিদম্বরম যখন অর্থমন্ত্রী, সে সময় পিটার ও ইন্দ্রানী মুখার্জির আইএনএক্স মিডিয়া ৩০৫ কোটি টাকার একটি 


বিদেশি বিনিয়োগ গ্রহণ করে। আইনানুযায়ী, ওই পরিমাণ বিনিয়োগ গ্রহণ করা যেত না। কিন্তু, চিদম্বরম-পুত্র কার্তি এই বাণিজ্যিক লেনদেনের সঙ্গে যুক্ত থাকায় প্রয়োজনীয় ছাড়পত্র দিয়েছিলেন চিদম্বরম, এমনই অভিযোগ। এনিয়ে সিবিআই প্রাক্তন অর্থমন্ত্রীর বিরুদ্ধে একটি 


এফআইআর দায়ের করে ২০১৭ সালে। সেই মামলাতেই এখন জেরবার কংগ্রেসের এই শীর্ষ নেতা।


আরও পড়ুন-নেইমারের পায়ের জাদুতে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছল ব্রাজিল
এফআইআর-এ অভি‌যোগ করা হয়, চিদম্বরমের ছেলে হওয়ার কারণেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রভাব খাটিয়ে ওই বিদিশি বিনিয়োগ গ্রহণের ব্যাপারে প্রয়োজনীয় অনুমতি জোগাড় করেন কার্তি চিদম্বরম। এর জন্য কার্তি না কি পেয়েছেন ১০ লাখ টাকা। এই মামলায় গত ২৮ 


ফেব্রুয়ারি কার্তিকে গ্রেফতার করে জেরাও করে সিবিআই। তাহলে এবার কি গ্রেফতার হবেন খোদ চিদম্বরমও? উল্লেখ্য, এই মমলায় এর আগে চিদম্বরমকে একবার জেরা করেছিল ইডি। কিন্তু সেই জেরার পর প্রশ্ন ওঠে প্রাক্তন কর্তার বিরুদ্ধে অনেকটাই নরম মনোভাব 


দেখিয়েছিলেন তদন্তকারীরা। ফলে ফের তাঁকে জেরা করার কথা ওঠে।