ওয়েব ডেস্ক : লোকসভায় দাঁড়িয়ে চিনা আগ্রাসন নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী তথা সমাজবাদী পার্টি প্রধান মুলায়ম সিং যাদব। আজ লোকসভার বাদল অধিবেশনের তিনি বলেন, ''কেন্দ্রীয় সরকার এখনও সাবধান না হলে, চিন যে কোনও মুহূর্তে ভারতের ওপর হামলা চালাতে পারে।'' আগামী দিনে ভারতের সামনে বড় বিপদ অপেক্ষা করছে বলে, তাঁর আশঙ্কা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সমাজবাদী পার্টির এই প্রবীণ সাংসদ কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চান, চিনা আগ্রাসন নিয়ে কেন্দ্রের প্রস্তুতি কতটা ইতিবাচক। তাঁর আশঙ্কা, পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে যে কোনও মুহূর্তে একাধিক দিক দিয়ে ভারতের ওপর হামলা চালাতে পারে চিন। দীর্ঘদন ধরেই এই পরিস্থিতি নিয়ে তিনি ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করে আসছেন বলে আজ সংসদে জানান মুলায়ম।


সপা সুপ্রিমোর বলেন, ভারতকে আক্রমণ করতে চিন পাকিস্তানের মাটিকে ব্যবহার করছে। সেখানে প্রচুর পরিমাণে পরমাণু অস্ত্র মজুত করেও রাখা হয়েছে বলে তাঁর দাবি।


আরও পড়ুন- "আমাদের বেতন আমাদের সেক্রেটারিদের চেয়েও কম", বলে বেতন বৃদ্ধির আবেদন রাজ্যসভার সাংসদের