ওয়েব ডেস্ক : ফের ভারতীয় ভূখণ্ডের ওপর চিনা হেলিকপ্টার। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তরাখণ্ডের চামোলি জেলার ভারত-চিন সীমান্তে চাঞ্চল্য ছড়াল। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে ভারত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেনা সূত্রে খবর, গতকাল হঠাত্ই ওই হেলিকপ্টারটিকে আকাশে উড়তে দেখা যায়। কী উদ্দেশ্যে বা কেনও সেটি সীমান্ত চুক্তি লঙ্ঘণ করছে তা জানা যায়নি এখনও।


চামোলির পুলিস সুপার জানিয়েছেন, প্রায় তিন থেকে ৫ মিনিট হেলিকপ্টারটি ভারতের আকাশে উড়েছে। তারপরই অদৃশ্য হয়ে যায়। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এখনই কোনও কারণ জানা যায়নি।


আরও পড়ুন- সিট দখলের ক্ষতিপূরণ ৭৫,০০০ টাকা!!!