ভারতের রেলট্র্যাকে এবার ছুটবে চিনা হাইস্পিড ট্রেন!!
কূতনৈতিক সম্পর্কে যতই শীতল ছোঁয়া থাকুক। বাণিজ্যিক দিক থেকে ভারতকে `প্রগতিশীল` করতে কিন্তু কোমর বেঁধে নামছে চিন। ভারতের রেলট্র্যাকে এবার ছুটবে চিনা প্রযুক্তিতে তৈরি হাইস্পিড ট্রেন। কীরকম? খোলসা করে বলা যাক...
ওয়েব ডেস্ক : কূতনৈতিক সম্পর্কে যতই শীতল ছোঁয়া থাকুক। বাণিজ্যিক দিক থেকে ভারতকে 'প্রগতিশীল' করতে কিন্তু কোমর বেঁধে নামছে চিন। ভারতের রেলট্র্যাকে এবার ছুটবে চিনা প্রযুক্তিতে তৈরি হাইস্পিড ট্রেন। কীরকম? খোলসা করে বলা যাক...
দ্রুতগামী ট্রেন নির্মাণকারী চিনের বৃহত্তম সংস্থাটি এবার বিনিয়োগ করবে ভারতে। ভারতে রেলের কোচ তৈরি ও সারানোর কাজ করবে সংস্থাটি। পায়োনির (ইন্ডিয়া)ইলেক্ট্রিক কোম্পানি লিমিটেড-এর গাঁটছড়া বেঁধে এই বিনিয়োগ করছে চিনা সংস্থাটি (CRRC)। লগ্নির পরিমাণ ৬৩.৪ ডলার মিলিয়ন। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪২৩ কোটি। এর মধ্যে ৫১ শতাংশ শেয়ার দেবে CRRC। বাকিটা ভারত। অয়েল ড্রিলিং, উইন্ড পাওয়ার জেনারেশন, খনি সরঞ্জাম প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রেও মিলবে প্রযুক্তিগত সহায়তা।