নিজস্ব প্রতিবেদন: চিনের সঙ্গে ভারতের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি অঞ্চলে নিখোঁজ হওয়া অরুণাচল প্রদেশের কিশোরকে ভারতীয় সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বৃহস্পতিবার টুইট করে এই কথা জানিয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রিজিজু তার টুইটে লিখেছেন, "চিনের PLA অরুণাচল প্রদেশের যুবক মিরম তারনকে ভারতীয় সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। ডাক্তারি পরীক্ষা সহ যথাযথ পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।"


 



চিনের পিপল লিবারেশন আর্মি (PLA), এর আগে জানায় যে টারনকে ভারতে ফেরত পাঠানো হবে। পাহাড়ি এলাকায় খারাপ আবহাওয়ার কারণে তাকে দেশে ফেরাতে দেরি হয় বলে জানা গেছে।


২৫ জানুয়ারী, রিজিজু একটি টুইট বার্তায় বলেন যে কিছু মানুষ জানিয়েছে চিনা পিএলএ তারনকে তাদের হেফাজতে নিয়েছে।


আরও পড়ুন: Siliguri: টিভির সাউন্ডকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসা, এলোপাথাড়ি কোপে আশঙ্কাজনক দুই


মঙ্গলবার মন্ত্রী বলেন যে এই তরুণকে নিরাপদে দেশে ফিরিয়ে আনাই অগ্রাধিকার। এই বিষয়ে বিবৃতি দেওয়ার ক্ষেত্রে সকলকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।


কিশোরটি এলএসির কাছাকাছি অঞ্চল থেকে নিখোঁজ হয়। এরপরেই ভারতীয় সেনাবাহিনী ১৯ জানুয়ারি চিনের সঙ্গে যোগাযোগ করে। যদি পিএলএ তাকে তাদের হেফাজতে নিয়ে থাকে তবে কিশোরটিকে খুঁজে বের করতে এবং ফিরিয়ে দেওয়ার বিষয়ে সহায়তা চেয়ে যোগাযোগ করা হয়।


ঘটনার প্রত্যক্ষদর্শী, জনি ইউইং, যিনি সেদিন তারনের সঙ্গে ছিলেন, তিনি জানান, "আমি মিরিয়মের সঙ্গে সিয়াংলা অঞ্চলে শিকারের জন্য গিয়েছিলাম কিন্তু অন্ধকারের কারণে আমরা এগোতে পারিনি। হঠাৎ চিনা পিএলএ এসে মিরিয়মকে বন্দী করে নিয়ে যায়। তারা আমাকে তারা করলেও আমি এলাকা ছেড়ে পালিয়ে যাই। আমি অপহরণের বিষয়ে কাছের ভারতীয় সেনা চেকপোস্টে জানাই। পরের দিন, আমি টুটিংয়ে ফিরে আসি এবং মিরিয়মের পরিবারের সদস্যদের এবং টুটিং-এ ভারতীয় সেনা ক্যাম্পকে জানাই।"


অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলার সঙ্গে চিনের আন্তর্জাতিক সীমানা রয়েছে। অরুণাচল প্রদেশের লোকেরা প্রায়ই শিকারের জন্য দুর্গম অঞ্চলে যায়।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)