নিজস্ব প্রতিবেদন: সুপ্রিম কোর্টের নির্দেশের পরও 'পদ্মাবতে'র মুক্তি আটাকাতে রাস্তায় নেমেছে রাজপুত করনি সেনা। বিহারের মুজফফরপুরে একটি সিনেমাহলে ভাঙচুর চালাল ওই সংগঠনের সদস্যরা। 
   



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেন্সর বোর্ডের ছাড়পত্র সত্ত্বেও পদ্মাবত-কে নিষিদ্ধ করেছিল কয়েকটি রাজ্য। বৃহস্পতিবারই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, কোনওভাবেই এই নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না। সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে বৃহত্তর বেঞ্চে আবেদন করার কথা ঘোষণা করেছে করনি সেনা।করনি সেনার সভাপতি সুখদেব সিং গোগামেদির কথায়, ''আমরা রাষ্ট্রপতির শরণাপন্ন হব। ছবিটি কোনওভাবেই মুক্তি পেতে দেব না।''


আরও পড়ুন- সুপ্রিম নির্দেশে সব রাজ্যে মুক্ত ‘পদ্মাবত’


পাশাপাশি তারা হুঁশিয়ারি দিয়েছে, ছবি মুক্তির দিনে জনতা কার্ফুই জারি হবে। সিনেমাহল মালিকরাও আমাদের সমর্থন ককছেন। আইনশৃঙ্খলাজনিত কোনও সমস্যা হলে সরকার, সেন্সর বোর্ড ও সঞ্জয়লীলা বনশালি দায়ী থাকবেন।