ওয়েব ডেস্ক : জঙ্গি হামলা ঠেকাতে নতুন উদ্যোগ নিচ্ছে কেন্দ্র। এনএসজি ও সিআইএসএফের মতো নিরাপত্তা সংস্থাকে নীচু দিয়ে ওড়া ড্রোন ও গ্লাইডারকে গুলি করে নামিয়ে দেওয়ার জন্য উপ‌যুক্ত করে তোলা হচ্ছে। এনিয়ে শীঘ্রই ঘোষণা করতে পারে কেন্দ্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংবাদ মাধ্যমের খবর অনু‌যায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্ মন্ত্রক চালকবিহীন ‌যান, গ্লাইডার, ড্রোনের সাহা‌য্যে হামলার আশঙ্কা করছে। ওই ধরনের হামলা ঠেকাতে নতুন ব্যবস্থা করছে কেন্দ্র। এ মাসের শেষ দিকেই নতুন নীতি ঘোষণা করতে পারে কেন্দ্র। কারণ ওই ধরনের কোনও হামলার মোকাবিলায় কোনও নির্দিষ্ট নির্দেশিকা বা পরিকাঠামো নেই।


এনিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, বায়ুসেনা সিআইএসএফ, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংয়ের বৈঠক হয়েছে। মনে করা হচ্ছে সিআইএসএফ ও এনএসজি কমান্ডোদের কোনও রকম সন্দেহজনক ড্রোন বা গ্লাইডারকে গুলি করে নামিয়ে দেওয়ার জন্য ক্ষমতাশালী করে তোলা হতে পারে।


আরও পড়ুন-ছাত্র মৃত্যুতে আসল অপরাধীর শাস্তির দাবিতে বিক্ষোভ গুরগাঁওয়ে