পাকিস্তান থেকে পালিয়ে আসা হিন্দুদের বিরুদ্ধে বিক্ষোভ করছে বিরোধীরা: মোদী
বিরোধীদের নিশানা করতে গিয়ে আরও একবার পাকিস্তানকে টেনে এনেছেন প্রধানমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানে সংখ্যালঘুদের উপরে যখন অত্যাচার হচ্ছিল, তখন ওরা মুখ খোলেনি। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিরোধীদের জবাব দিতে আরও একবার পড়শি দেশের সংখ্যালঘুদের অবস্থাকে তুলে ধরলেন নরেন্দ্র মোদী। কর্ণাটকে জনসভায় প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, পাকিস্তান থেকে প্রাণ বাঁচিয়ে আসা নির্যাতিতদের বিরুদ্ধে কেন প্রতিবাদ করছে?
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বলেন,''আজ দেশবাসীর মনে প্রশ্ন উঠছে, পাকিস্তান থেকে প্রাণ হাতে নিয়ে এদেশে এসেছেন অনেকে, বাড়ির মেয়েদের জীবন বাঁচাতে চলে এসেছেন, তাঁদের বিরুদ্ধে কেন বিক্ষোভ হচ্ছে। কিন্তু পাকিস্তানে তাঁদের উপরে যে অত্যাচার হয়েছে, সেনিয়ে তাঁদের মুখ তালাবন্ধ।'' তিনি আরও বলেন, ''স্লোগান যদি দিতেই হয়, তাহলে পাকিস্তানের নির্যাতিত সংখ্যালঘুদের জন্য দিন।''
আরও একবার পাকিস্তানকে টেনে এনেছেন নরেন্দ্র মোদী। তাঁর কথায়,''ধর্মের ভিত্তিতে পাকিস্তান তৈরি হয়েছিল। ধর্মীয় সংখ্যালঘুদের সেখানে অত্যাচার করা হয়েছে। তাঁরা বাধ্য হয়ে এদেশে শরণার্থী হয়েছেন। কংগ্রেস ও তার শরিকরা পাকিস্তানের বিরুদ্ধে কিছু বলে না। বরং শরণার্থীদের বিরোধিতায় সভা-সমাবেশ করছে ওরা। সংসদে যারা আজ বিক্ষোভ দেখাচ্ছে, তাদের বলতে চাই, আন্তর্জাতিকস্তরে পাকিস্তান অপকর্ম ফাঁস করার সময় এটা। আন্দোলন করতে হলে ৭০ বছর ধরে পাকিস্তানের কাজের (সংখ্যালঘু নির্যাতন) বিরুদ্ধে আওয়াজ তুলুন। পাকিস্তানের হিন্দু, দলিত, পীড়িত ও শোষিতদের সমর্থনে মিছিল করুন।''
আরও পড়ুন- চেয়ারম্যান পদে সাইরাসের পুনর্বহাল রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে TATA Sons