ভিডিয়ো: `মোদী, মোদী, ভারত মাতা কি জয়`, উচ্ছ্বাস পাক হিন্দু উদ্বাস্তুদের
রাজ্যসভায় পাস হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। বিলের পক্ষে ভোট পড়ে ১২৫টি। বিপক্ষে ভোট দেন ১০৫ জন সাংসদ।
নিজস্ব প্রতিবেদন: 'নরেন্দ্র মোদী জিন্দাবাদ', 'ভারত মাতা কি জয়'- লোকসভার পর রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাসের পরই উচ্ছ্বাসিত জয়ধ্বনি দিল্লির পাকিস্তানি উদ্বাস্তু কলোনিতে। সকলের মুখেই এক রা,'এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম।'
সোমবার লোকসভায় পাস হয়েছিল নাগরিকত্ব সংশোধনী বিল। বুধবার বিলটি পেরোল রাজ্যসভার ধাপ। এখন অপেক্ষা রাষ্ট্রপতির স্বাক্ষরের। বিল পাসের পর নরেন্দ্র মোদী টুইট করেছিলেন, উদ্বাস্তুদের দীর্ঘ কয়েক বছরে যন্ত্রণার উপশম করল বিলটি। বিল পাসের পর মিষ্টিমুখ করেন দিল্লির মঞ্জু কা টিলার পাকিস্তানি উদ্বাস্তুরা। চলে 'নরেন্দ্র মোদী জিন্দাবাদ', 'ভারত মাতা কি জয়' স্লোগান।
মঞ্জু কা টিলা কলোনির এক গৃহবধূ নিজের দু'দিনের কন্যাসন্তানের নাম দিয়েছেন নাগরিকতা। পাকিস্তান থেকে প্রাণ বাঁচাতে ভারতে এসেছিলেন হিন্দু গৃহবধূ। সপরিবারে থাকছেন দিল্লির মঞ্জু কা টিলায়। ওই বধূ বলেন, ''মনেপ্রাণে চেয়েছিলাম নাগরিকত্ব সংশোধনী বিল পাস হোক। আজ সংসদে বিল পাস হল।''
রাজ্যসভায় পাস হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। বিলটি সিলেক্ট পাঠানোর দাবি তুলেছিল বিরোধীরা। কিন্তু ভোটাভুটিতে খারিজ হয়ে যায় তা। এরপর ১৪টি সংশোধনী প্রস্তাবও প্রত্যাখ্যাত হয় ভোটাভুটিতে। তখনই নিশ্চিত হয়ে গিয়েছিল বিলটির ভাগ্য।
প্রায় ৮ ঘণ্টা বিতর্কের পর পাস হয় বিলটি। ভোটাভুটির সময় ২৪০ জন সাংসদের মধ্যে রাজ্যসভার অধিবেশনকক্ষে উপস্থিত ছিলেন ২৩০ জন। তার জেরে ম্যাজির ফিগার নেমে দাঁড়ায় ১১৬। বিলের পক্ষে ভোট পড়ে ১২৫টি। বিপক্ষে ভোট দেন ১০৫ জন সাংসদ।
আরও পড়ুন- আপনি ভদ্রতা দেখাচ্ছেন, আমি স্পষ্ট করে বলছি, বাংলায় এনআরসি হবেই: অমিত