জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের প্রধান বিচারপতি ইউ ইউ ললিতকে তার মেয়াদের শেষ দিনে বিদায় জানানো হয়। এই সময় তিনি আদালতের কার্যক্রমের বিষয়ে বহু গুরুত্বপূর্ণ কথা বলেন এবং তিনি তার মেয়াদ সম্পর্কে আবেগপ্রবণও হয়ে পড়েন। সোমবার ছিল CJI উদয় উমেশ ললিতের মেয়াদের শেষ দিন। আজ মঙ্গলবার আদালতের ছুটি এবং তিনি আজ অবসর নিচ্ছেন। মেয়াদের শেষ দিনেও তিনি দিয়েছেন অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

CJI উদয় উমেশ ললিত সোমবার সুপ্রিম কোর্টে তার ৩৭ বছরের যাত্রার বিষয়ে বলেছিলেন যে তিনি একজন আইনজীবী এবং বিচারক উভয় হিসাবে তার মেয়াদে আনন্দের সঙ্গে কাজ করেন। অবসর নেওয়ার আগে, সিজেআই ইউইউ ললিত, তার নির্বাচিত উত্তরসূরি বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর সঙ্গে সোমবার বিকেলে শেষবারের মতো সুপ্রিম কোর্টের আনুষ্ঠানিক বেঞ্চে বসেন এবং ভাষণ দেন।


সিজেআই ইউইউ ললিত বলেছেন যে সুপ্রিম কোর্টের বরিষ্ঠতম বিচারক বিচারপতি চন্দ্রচূড়ের কাছে কমান্ড হস্তান্তর করা একটি বিশেষ অনুভূতি, কারণ তিনি বিচারপতি চন্দ্রচূড়ের বাবা এবং ১৬ তম প্রধান বিচারপতি যশবন্ত বিষ্ণু চন্দ্রচূড়ের সামনে সুপ্রিম কোর্টে ওকালতি শুরু করেছিলেন।


আরও পড়ুন: Sukesh Chandrasekhar Letter: ফের পত্র-বোমা সুকেশ চন্দ্রশেখরের, কেজরিওয়াল এবং আপের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ


বিচারপতি ললিত বলেন, 'আমি এই আদালতে প্রায় ৩৭ বছর কাটিয়েছি। এই আদালতে আমার যাত্রা শুরু হয়েছিল এক নম্বর আদালত থেকে। আমি মুম্বইয়ে আইন অনুশীলন করছিলাম এবং এখানে এসেছিলাম প্রধান বিচারপতি ওয়াইভি চন্দ্রচূড়ের সামনে একটি মামলা উপস্থাপন করতে। তিনি বলেন, আমার যাত্রা এই আদালত থেকে শুরু হয়ে আজ এই আদালতেই শেষ হয়েছে’।


বেশ কয়েকটি সাংবিধানিক বেঞ্চের গঠনের কথা উল্লেখ করে সিজেআই ইউ ইউ ললিত বলেন যে বারের জন্য কিছু করা একটি খুব স্মরণীয় এবং সন্তোষজনক অভিজ্ঞতা। তিনি বলেন, 'আমি মনে করি, সুপ্রিম কোর্টে বিচারক হওয়া যে কোনও বিচারপতি যে কোনো কাজের জন্য যথেষ্ট যোগ্য এবং তার সাংবিধানিক বেঞ্চে উপস্থিত হওয়ার সমান সুযোগ পাওয়া উচিত’।


ভারতের ৫০ তম প্রধান বিচারপতি হতে চলা বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন যে বিচারপতি ইউ ইউ ললিতের বিশেষত্ব ছিল যে তিনি এই আদালতে সিনিয়র অ্যাডভোকেট হিসাবে কাজ করার পরে এখানেই বিচারপতি হয়েছিলেন। তিনি বিচারপতি ললিতকে আশ্বস্ত করেছিলেন যে তিনি শীর্ষ আদালতে যে সংস্কার নিয়ে কাজ করেছেন তাতে ধারাবাহিকতা থাকবে।


বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন যে বিচারপতি ইউইউ ললিত শুধুমাত্র আইন নয়, ভারতীয় সামাজিক জীবন সম্পর্কেও ধারণা রাখেন এবং এটি এই আদালতকে স্থিতিশীলতা দিয়েছে। অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটারমানি বলেছেন যে তিনি প্রধান বিচারপতির কাছে অত্যন্ত কৃতজ্ঞ। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, প্রধান বিচারপতি ললিত একজন আইনজীবী এবং বিচারক হিসেবে সফল মেয়াদ কাটিয়েছেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)