জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যেকোনও মানুষের জীবনে শিক্ষকের অবদান বাবা-মায়ের পরেই। পড়ুয়ারা ভুল করলে তাঁদের শাসন করে সঠিক পথ দেখাবেন শিক্ষকরা, এটাই স্বাভাবিক। তা বলে এই! বকুনি দেওয়ার ভয়ংকর মাসুল গুনতে হল শিক্ষককে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মধ্যপ্রদেশে ঘটল ভয়ংকর কাণ্ড! স্কুলে ঢুকে প্রকাশ্যে প্রধানশিক্ষককে গুলি করে খুনের অভিযোগ উঠল দ্বাদশ শ্রেণীর ছাত্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে, মধ্যপ্রদেশের ছতরপুরের এক সরকারি স্কুলে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত প্রধান শিক্ষকের নাম সুরেন্দ্রকুমার সাক্সেনা। পুরো ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।


সেখানে দেখা যায়, অভিযুক্ত পড়ুয়া প্রধানশিক্ষককে ফলো করে বাথরুমে যায়। সেখানে গিয়ে শিক্ষকের মাথায় সরাসরি গুলি চালিয়ে খুন করে। বন্দুকের গুলি স্কুলে আতঙ্কিত হয়ে পড়ে।  গুলির শব্দে উত্তেজিত হয়ে কর্মীরা প্রিন্সিপালের অফিসে ছুটে যায়। ফিস ঘর থেকে কয়েক হাত দূরে শৌচাগারে রক্তাক্ত অবস্থায় শিক্ষকের দেহ উদ্ধার হয়। বাকি শিক্ষকের সেখানে পৌঁছনোর আগেই অভিযুক্ত ছাত্র সেখান থেকে পালিয়ে যায়।


আরও পড়ুন:UP Shocker: পরপুরুষের সঙ্গে বিছানায় অন্তরঙ্গ স্ত্রী! ঘরে ঢুকে স্বামী রাগে কুড়ুল দিয়ে...


জানা গিয়েছে, অভিযুক্ত আর এক পড়ুয়ার সাহায্যে সেখান থেকে বাইকে করে পালিয়ে যায়। পুলিস সুপার অগম জৈন জানিয়েছেন, দুই ছাত্রের বিরুদ্ধে বেশ কয়েকবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছিল। তাদের অনেকবার সতর্কও করা হয়। সেই ঘটনার জেরেই কি হামলা, না কি নেপথ্যে অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিস। 


জেলা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক আর পি প্রজাপতি জানিয়েছেন, গত পাঁচ বছর ধরে ওি সরকারি স্কুলের অধ্যক্ষ পদে ছিলেন এস কে সাক্সেনা। অন্যদিকে, প্রধানশিক্ষকের ভাইয়ের দাবি, এটি একটি পরিকল্পিত খুন। কারণ স্কুলের কিছু লোক তাঁকে অকারণে চাপ দিচ্ছিল। এবং অন্যায় কাজ করার জন্য তাকে হয়রানি করছিল। এই হত্যা একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে মনে হচ্ছে। ইতোমধ্যেই পুলিস তদন্ত শুরু করেছে এবং ফরেনসিক দল মোতায়েন করা হয়েছে।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)