নিজস্ব প্রতিবেদন: মাসিক রেডিও বার্তা 'মন কি বাত'-এ  দেশের অনন্য উদ্যমীদের কুর্ণিশ জানালেন প্রধানমন্ত্রী। ৪৪তম 'মন কি বাত'-এ প্রয়ান দিবসে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে কুর্ণিশ করলেন মোদী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন প্রধানমন্ত্রী বলেন, ৬ জন কন্যা ২৫০-র বেশি দিন INSV তারিণীতে করে গোটা বিশ্ব পরিক্রমা করে ফিরেছে। বিভিন্ন সাগর ও মহাসাগর পেরিয়ে মোট ২২,০০০ নটিক্যাল মাইল পথ অতিক্রম করেছেন তাঁরা। গত বুধবার তাঁদের সঙ্গে তাঁদের মুখ থেকে তাঁদের অভিজ্ঞতা শুনলাম।


গত ১৬ মে মহারাষ্ট্রের চন্দ্রপুরের আশ্রম স্কুলের ৫ আদিবাসী ছাত্র 'মিশন শৌর্য' নামে এক অভিযানে এভারেস্টের চূড়া ছুঁয়েছে। তাঁদের শুভেচ্ছা জানাই। 


দিল্লিতে দেশের প্রথম ১৪ লেনের গ্রিন হাইওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী


 



এছাড়া এভারেস্ট থেকে বর্জ্য সরানোর জন্য বিএসএফের একটি দলকে অভিনন্দন জানান তিনি। ক্লিন ইন্ডিয়া ও ফিট ইন্ডিয়া অভিযানে অংশগ্রহণের জন্য দেশবাসীকে বাহবা দেন মোদী। 
জওহরলাল নেহেরুর প্রয়াণ দিবসে তাঁকে প্রণাম জানিয়েছেন প্রধানমন্ত্রী।