Mamata Banerjee: সাসপেন্ড ৯২! মমতা বললেন, `আমি ভাগ্যবান, এখন সাংসদ নই`...
বাদ যাননি এ রাজ্য়ের তৃণমূল সাংসদরাও। লোকসভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুনীল মণ্ডল, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল, অসিত মাল, শতাব্দী রায়কে সাসপেন্ড করেছেন স্পিকার।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শীতকালীন অধিবেশনে ফের সাসপেন্ড বিরোধী দলের সাংসদরা। লোকসভা ও রাজ্যসভায় মিলিয়ে এবার ৯২ জন! 'আমি ভাগ্যবান, এখন সাংসদ নই', বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: Parliament Security Breach: সংসদ হানার তদন্তে কলকাতায় দিল্লির পুলিসের বিশেষ টিম...
ঘটনাটি ঠিক কী? লোকসভায় তখন বক্তৃতায় দিচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। নয়া সংসদ ভবনের নিরাপত্তার প্রশ্নে সরব হন বিরোধী দলের সাংসদরা। শুরু হয় তুমুল হইহট্টগোল। দু'দফায় অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার। কিন্তু তারপরেও যখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, তখন সাসপেন্ড করে দেওয়া হয় বিরোধী দলের ৩৩ জন সাংসদকে। আর রাজ্যসভায়? ৪৫ জন।
বাদ যাননি এ রাজ্য়ের তৃণমূল সাংসদরাও। লোকসভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুনীল মণ্ডল, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল, অসিত মাল, শতাব্দী রায়কে সাসপেন্ড করেছেন স্পিকার।
এদিকে মমতা এখন দিল্লিতে। মুখ্যমন্ত্রী বলেন, 'এমন নয় যে, প্রত্যেককে সাসপেন্ড করতে হবে। ওরা যদি মনে হাউস সবার উপরে, তাহলে ভয় কীসের? যদি সব সদস্যকে সাসপেন্ড করে দেয়, তাহলে তাঁরা কীভাবে আওয়াজ তুলবে? তিনটে বিল পাস করাতে চাইছে। গণতন্ত্রে একটা পদ্ধতি আছে। জনগণের হয়ে কে কথা বলবে? জনগণের কণ্ঠরোধ করা হয়েছে। পুরো হাউসটাকে আগে সাসপেন্ড করে দিক। হাউস চালানোর কোনও নৈতিক অধিকারই নেই.. রঙ্গব্যঙ্গ করবে'।
ব্যবধান ৪ দিনের। শীতকালীন অধিবেশনে বহিষ্কার করা হয়েছিল সাসপেন্ড করা হয়েছিল ১৫ জন সাংসদকে। তাঁদের মধ্যে ১৪ জনই লোকসভা, আর ১ জন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন। কবে? গত বৃহস্পতিবার।
আরও পড়ুন: Kolkata Egg Prices: কলকাতায় ডিমের দাম ছাড়াল ৭ টাকা, এই প্রথম...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)