নিজস্ব প্রতিবেদন: জল্পনা ছিলই। একুশের ভোটে বিপুল জয়ের পর এবার দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার বিকেল ৪টের সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি। সূ্ত্রের খবর তেমনই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাংলায় বিধানসভা ভোটে ধরাশায়ী বিজেপি। এবার, মিশন ২০২৪। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধী জোট গঠনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বসম্মতিক্রমে ইতিমধ্যেই তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপার্সন হয়েছেন তিনি। যেদিন দিল্লি রওনা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী, সেদিনই আবার  Pegasus কাণ্ডে তদন্ত কমিটি গঠনের প্রস্তাব অনুমোদন করল রাজ্য মন্ত্রিসভা। সংসদে এই ইস্যুতে সরব দলের সাংসদরা। 


আরও পড়ুন: বিপ্লবের ত্রিপুরায় বাধার মুখে I-PAC, হোটেল বন্দি করে রাখার অভিযোগ


সংসদের বর্ষাকালীন অধিবেশ চলাকালীন ৫ দিন দিল্লিতে থাকছেন মমতা। এবারের সফরে ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, বিধানসভা ভোটের এই প্রথম দিল্লিতে মুখোমুখি বৈঠকে বসবেন মোদী-মমতা। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, এই বৈঠকে রাজ্যে ভ্যাকসিন-সংকট, কেন্দ্রের কাছে বকেয়া টাকা প্রসঙ্গে আলোচনা হতে পারে। পাশাপাশি, বিরোধী ফ্রন্ট গঠনের লক্ষ্যে বৈঠক করতে পারেন সোনিয়া গান্ধী, শরদ পাওয়ারের মতো বিরোধী দলের নেতাদের সঙ্গে। এমনকী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছেও সাক্ষাতের সময় চেয়েছেন মমতা।


আরও পড়ুন: জল্পনার অবসান, কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত Yediyurappa-র


এদিকে ২০১৪ সালে সেই স্লোগান তুলে প্রচারে ঝড় তুলেছিল বিজেপি, এবার সেই স্লোগানকে হাতিয়ার করেছে তৃণমূল। মোদীর নাম বদলে হয়েছে দিদি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরকালে টুইটারে ট্রেন্ডিং #AabKiBaarDidiSarkar। এই হ্যাশ ট্যাগটি ব্যবহার করেছেন তৃণমূলের শীর্ষ নেতারা। তাঁদের দাবি, বাংলায় সরকারের বিভিন্ন প্রকল্পে উপকৃত হচ্ছেন কোটি কোটি মানুষ। সেকারণেই এবার মমতাকে দিল্লির মসনদে বসাতে চান।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)