ওয়েব ডেস্ক : পেট্রোল, ডিজেলচালিত ট্যাক্সি আর নয়। আগামিকাল, রবিবার ১ মে থেকেই রাজধানী দিল্লির রাস্তায় পেট্রোল, ডিজেলচালিত আর কোনও ট্যাক্সি চলবে না। আজ এই মর্মে চূড়ান্ত রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত জানিয়েছে, দিল্লির রাস্তায় ট্যাক্সি চালানোর ক্ষেত্রে গ্যাস বাধ্যতামূলক।


এর আগেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সব ট্যাক্সিকে CNG-তে পরিবর্তিত করতে। কিন্তু, এত কম সময়ের মধ্যে সব গাড়িতে ডিজেল প্রযুক্তির বদলে CNG ব্যবহার করার কোনও প্রযুক্তি নেই বলে মত জানায় ট্যাক্সিচালকরা। কিন্তু, আদালত এই বক্তব্য মানতে চায়নি। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, অনেক সময় দেওয়া হয়েছে। আপ সময় দেওয়া সম্ভব নয়। তবে, একইসঙ্গে আরও জানানো হয়েছে, সর্বভারতীয় পারমিট থাকা ট্যাক্সিগুলির ক্ষেত্রে এই নিয়ম লাগু হবে না।