ওয়েব ডেস্ক: মধ্যপ্রদেশে আর চলবে না স্বল্পবসনা নারীর বিজ্ঞাপন। পণ্যায়নের যুগে 'নারীর পণ্যায়ন' রুখে নজির তো বটেই উদাহরণও তৈরি করল মধ্যপ্রদেশ সরকারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মহিলাদের 'আপত্তিজনক' ভাবে বিজ্ঞাপনে দেখানো একেবারেই বন্ধ। এই বিষয়ে কোনও প্রকার ছুৎমার্গও রাখতে নারাজ মধ্যপ্রদেশ সরকার। যদি কোনও বিজ্ঞাপনে আপত্তিকর কিছু থাকে, তাহলে ওই বিজ্ঞাপক সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন, এই মর্মেই জারি হয়েছে নির্দেশিকা।


মধ্যপ্রদেশে এখনও যেসব পোস্টার, ব্যানার, হোর্ডিংয়ে মহিলাদের আপত্তিজনক ভাবে দেখানো হয়েছে তা শীঘ্রই নামিয়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ সরকার।