ATM-এ টাকা তোলার উর্ধ্বসীমা বাড়লেও স্বস্তিতে নেই আম জনতা!
ATM থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা আড়াই হাজার থেকে বেড়ে সাড়ে ৪ হাজার হয়েছে। তাতেও খুব একটা আশ্বস্ত হতে পারছে না আম জনতা। নিত্য নতুন নিয়ম বদলের ধাক্কায় খানিকটা বিরক্তই তাঁরা। কেউ কেউ আবার আতঙ্কে রয়েছেন, নতুন বছরেও আরও নতুন নিয়মের মুখোমুখি হতে হবে ভেবে।
ওয়েব ডেস্ক : ATM থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা আড়াই হাজার থেকে বেড়ে সাড়ে ৪ হাজার হয়েছে। তাতেও খুব একটা আশ্বস্ত হতে পারছে না আম জনতা। নিত্য নতুন নিয়ম বদলের ধাক্কায় খানিকটা বিরক্তই তাঁরা। কেউ কেউ আবার আতঙ্কে রয়েছেন, নতুন বছরেও আরও নতুন নিয়মের মুখোমুখি হতে হবে ভেবে।
আরও পড়ুন- পয়লা জানুয়ারি থেকে ATM-এ মিলবে সাড়ে চার হাজার টাকা
নোট বাতিলের পর পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বদল ও জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে গতকালই। আজ নতুন ঘোষণা সামনে আসার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। এই পরিস্থিতিতে নতুন বছরের পয়লা দিন থেকে এই ঘোষণা কিছুটা সান্ত্বনা দেবে বলে ধারণা সাধারণ মানুষের। তবে, সেই সান্ত্বনার মাঝেই থেকে যাচ্ছে আশঙ্কাও।