নিজস্ব প্রতিবেদন: প্রাক্তন প্রধানমন্ত্রীর অটলবিহারী বাজপেয়ীর শারীরিক অবস্থা নিয়ে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করল এইমস। এতে কিছুটা স্বস্তি বিজেপি শিবিরে। সোমবারের তুলনায় মঙ্গলবার অটল বিহারী বাজপেয়ীর শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিল্লি এইমস তরফে জানানো হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অবস্থা অনেকটাই স্থিতিশীল। তাঁকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। তাতে সাড়াও দিচ্ছেন তিনি। ওঁর মূত্রনালীর সংক্রমণ ‌যতদিন না কমছে ততদিন তাঁকে হাসপাতালে রাখা হবে।


আরও পড়ুন-স্ত্রীকে ডেকে এনে মারধরের অভিযোগ, গ্রেফতার শিক্ষক স্বামী


উল্লেখ্য, মূত্রনালীতে সংক্রমণ নিয়ে সোমবার এইমসে ভর্তি হন বাজপেয়ী। এদিনই বলা হয় প্রাক্তন প্রধানমন্ত্রীর অবস্থা সংকটজনক। গত ১৫ বছর ধরে অটলবিহারীর চিকিৎসা করছেন এইমসের চিকিৎসক রণদীপ গুলেরিয়া। তিনি এবার চিকিৎসক দলের দায়িত্বে রয়েছেন।


আরও পড়ুন-বিনিদ্র রাত কাটালেন 'কিম কর্তব্যবিমূঢ়' মুন


বর্তমানে একটি মাত্র কিডনিই কাজ করছে বাজপেয়ীয়। এছাড়াও তাঁর ফুসফুসে সংক্রমণ রয়েছে। রয়েছে সুগার। ২০০৯ সাল একবার হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে। স্মৃতিভ্রমও হয়েছে। তাঁকে রাখা হয়েছে কার্ডিওলজির আইসিসিইউতে। তাঁর সুস্থতা কামনায় কানপুরে ‌যজ্ঞ শুরু করেছেন ভক্তরা।