নিজস্ব প্রতিবেদনঃ টানা তিন দিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করার পরে, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি (এআইসিসি) বুধবার সারা দেশের রাজভবন এবং কেন্দ্রীয় সরকারের অফিসগুলির সামনে বিক্ষোভের ডাক দিয়েছে আগামী দুই দিন। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপালের একটি চিঠিতে বলা হয়েছে কোনও প্রমাণ এবং তথ্য ছাড়াই ব্যক্তিগত প্রতিশোধ এবং রাজনৈতিক প্রতিহিংসার জন্য ইডির অপব্যবহার করা হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চিঠিতে বলা হয়েছে, "গত তিন দিন ধরে, পদাধিকারী এবং সিনিয়র নেতাদের প্রবেশের অনুমতি না দিয়ে কেন্দ্রীয় সরকার AICC সদর দফতরকে একটি দুর্গে পরিণত করেছে। নেতা এবং কর্মীদের নির্মমভাবে হেনস্থা করা হচ্ছে এবং তাদের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের থানায় কোন কারণ না দেখিয়ে আটকে রেখেছে।" 


সেখানে আরও বলা হয়েছে, "সবচেয়ে আশ্চর্যজনকভাবে, আজ, পুলিস জোর করে এআইসিসি সদর দফতরে প্রবেশ করেছে এবং আমাদের কর্মী ও নেতাদের নির্দয়ভাবে মারধর করেছে। সত্যের জন্য এই যুদ্ধের সঙ্গে থাকা সমস্ত শান্তিপূর্ণ বিক্ষোভ এবং সংহতিকে চূর্ণ করার জন্য কেন্দ্রের সরকার মরিয়া হয়ে নৃশংস শক্তি ব্যবহার করছে।"


আরও পড়ুনঃ Presidential Election 2022: প্রথম দিনেই জমা ১১ মনোনয়ন, রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে বিহারের লালু প্রসাদ যাদব


চিঠিতে সমস্ত কর্মীদের ন্যায়বিচারের লড়াইয়ের সঙ্গে সংহতি প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় রাজভবনের সামনে, দেশের সমস্ত জেলা সদর দফতর এবং কেন্দ্রীয় সরকারী অফিসের সামনে বিশাল বিক্ষোভের আহ্বান জানিয়েছে।


ন্যাশনাল হেরাল্ড মানি লন্ডারিং মামলায় হাজিরার তৃতীয় দিন বুধবার রাহুল গান্ধীকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রায় আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। গান্ধী রাত ৯.৩০ নাগাদ মধ্য দিল্লির এপিজে আবদুল কালাম রোডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সদর দফতর থেকে বেরিয়ে যান। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (পিএমএলএ) অধীনে তার বিবৃতি রেকর্ড করা হয়েছিল।


বৃহস্পতিবার অব্যাহতি চাওয়ায় তাকে ১৭ জুন চতুর্থ বারের জন্য এজেন্সি ডেকেছে। বিরোধী নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার আচরণ প্রতিহিংসার রাজনীতি বলে অভিহিত করেছে কংগ্রেস। দলের সমর্থকরা ইডি অফিসের রাস্তায় বিক্ষোভ অব্যাহত রেখেছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)