নিজস্ব প্রতিবেদন: মহারাষ্ট্রের সচিবালয়ে প্রায় ৩ লক্ষ ইঁদুর হত্যা বিতর্কের পর দুর্নীতির অভিযোগ উঠল দেবেন্দ্র ফড়ণবীস সরকারের বিরুদ্ধে। চা-দুর্নীতি আখ্যা দিয়ে কংগ্রেসের অভিযোগ, মুখ্যমন্ত্রীর অফিসে প্রতিদিন গড়ে ১৮,৫০০ কাপ চা পান করা হয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুম্বই কংগ্রেসের প্রধান সঞ্জয় নিরুপম দাবি করেছেন, ''তথ্য জানার অধিকার আইনে জানতে পেরেছি, গত ৩ বছরে নাটকীয়ভাবে বেড়েছে চায়ের খরচ। তাঁর দাবি, ২০১৫-১৬ সালে চায়ের খরচ ছিল প্রায় ৫৮ লক্ষ টাকা। ২০১৭-১৮ সালে তা পৌঁছেছে ৩.৪ কোটি টাকা। ৫৭৭ শতাংশ খরচ বৃদ্ধি হয়েছে। এর মানে প্রতিদিন ১৮,৫৯১ কাপ চা লাগে সচিবালয়ে। এটা কীভাবে সম্ভব?''   
     



সঞ্জয় নিরুপমের কটাক্ষ, ''দেখতে হবে কী ধরনের চা পান করছেন ফড়ণবীস? গ্রিন টি, ইয়েলো টি বা অন্য কিছু। আমার তো মনে হয়, মুখ্যমন্ত্রীর অফিসে বহুমূল্যের 'স্বর্ণ চা' পরিবেশন করা হয়। চাওয়ালা পরিচয় দিয়ে গর্ব করেন মোদীজি। আর চায়ের পিছনেই এত খরচ করছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস।''    


 



আরও পড়ুন- কর্তব্য পালন না করে প্রধানমন্ত্রী হওয়ার জন্য দিল্লিতে ঘুরছেন মমতা, কটাক্ষ মুকুলের