নিজস্ব প্রতিবেদন: কংগ্রেসের সঙ্গে হাত মেলানো নিয়ে বিস্তর চর্চা চলছে সিপিএমে। এরমধ্যেই মহারাষ্ট্রে হাত মেলাল জাতীয় রাজনীতিতে যুযুধান দু'পক্ষ বিজেপি ও কংগ্রেস। মহারাষ্ট্রের গোন্ডিয়া জেলা পরিষদে বিজেপির সঙ্গে জোট করে ক্ষমতা দখল করেছে রাহুল গান্ধীর দল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গোন্ডিয়া জেলা পরিষদে সভাপতি পদে কংগ্রেস মনোনীত সীমা মাধবীকে সমর্থন করেছে বিজেপির। তার প্রতিবাদে সহসভাপতি পদে কংগ্রেসের ভোট পেয়ে জিতেছেন হামিত আকবর আলি। উল্লেখ্য, জেলা পরিষদে ২০টি আসন পেয়েছিল শরদ পাওয়ারের দল এনসিপি। কংগ্রেস পেয়েছে ১৬টি আসন। অন্যদিকে ১৭টি আসন পেয়েছে বিজেপি।


আরও পড়ুন- উন্নয়নই বাজেটের একমাত্র লক্ষ্য : মোদী


এনসিপি কংগ্রেসের 'স্বাভাবিক বন্ধু'। সেই বন্ধুকে ব্রাত্য রেখে বিজেপির হাত ধরায় মহারাষ্ট্রের নেতৃত্বের উপরে ক্ষুব্ধ হাইকম্যান্ড। রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাহুল গান্ধী। মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস সভাপতি অশোক চহ্বন প্রথমে দাবি করেছিলেন, এটা তৃণমূলস্তরের নেতৃত্বের সিদ্ধান্ত। তবে রাহুলের উষ্মার কথা জানতে পেরে সুর বদলেছেন তিনি। অশোক চহ্বনের দাবি, এব্যাপারে কিছুই জানতেন না। বিজেপির সঙ্গে জোট দলের নীতিবিরুদ্ধ। রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন তিনি।