নিজস্ব প্রতিবেদন: বিস্ফোরক যোগী আদিত্যনাথ। দেশের সেনা নিয়ে প্রশ্ন করায় কংগ্রেস নেতা স্যাম পিত্রোদাকে রবিবার তুলোধনা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সহরনপুরের জনসভায় আদিত্যনাথ অভিযোগ করেন, “কংগ্রেসে মহাগুরু স্যাম। কিন্তু দেশের কাছে শেম (লজ্জা)-এ পরিণত হয়েছেন। সেনা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি।”


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এ দিন রাহুল গান্ধীকে এক হাত নেন আদিত্যনাথ। অরুণ জেটলিকে রাহুলের ‘নির্বোধ’ কটাক্ষের প্রসঙ্গ তুলে যোগী বলেন, পার্লামেন্টে নিশ্চিয়ই অর্থমন্ত্রী অরুণ জেটলিকে দেখেছেন আপনারা। এক জন তাঁকে ‘নির্বোধ’ বলে সম্বোধন করেছেন। কার কথা বলছি নিশ্চিয়ই আপনারা বুঝতে পারছেন। আগামী ২৬ মার্চ রাজ্যজুড়ে ২৬টি জনসভা করার পরিকল্পনা করেছে বিজেপি।


আরও পড়ুন- মহাজোটে ভাঙন! বিহারে হাত ধরলেও ঝাড়খণ্ডে একাই লড়ার সিদ্ধান্ত তেজস্বীর


বালাকোট হামলার প্রসঙ্গে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অভিযোগ, এত দিন জঙ্গিদের বিরিয়ানি খাইয়েছে বিরোধীরা। কিন্তু মোদী সরকার তাদের বুলেট খাওয়াচ্ছে। ওসামা বিন লাদেনর মতোই জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের পরিণতি হতে চলেছে বলে যোগী এ দিন হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ওসামা বিন লাদেনের কীভাবে মৃত্যু হয়েছে আপনারা জানেন। চিন্তা করবেন না একই পরিণতি হবে মাসুদ আজহারের।