জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজস্থানের জন্য কংগ্রেস তাদের ইশতেহার প্রকাশ করেছে। কংগ্রেস বলেছে যে ইস্তেহারে যা কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা প্রথম মন্ত্রীসভায় পাস করে সম্পূর্ণ করা হবে। রাজস্থানে প্রতিশ্রুতির বাক্স খুলে দিয়েছে কংগ্রেস। কৃষক ও মহিলাদের জন্য অনেক বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আসুন জেনে নেওয়া যাক রাজস্থানের জনগণকে কংগ্রেস কী প্রতিশ্রুতি দিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কংগ্রেসের ইশতেহারের মূল বিষয়


১. স্বামীনাথন কমিটির সুপারিশ অনুযায়ী কৃষকদের জন্য MSP আইন আনা হবে।


২. চিরঞ্জীবী বীমার পরিমাণ ২৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫০ লক্ষ টাকা করা হবে।


৩. ৪ লাখ যুবককে সরকারি চাকরি দেওয়া হবে। ১০ লাখ যুবকের কর্মসংস্থান হবে।


৪. পঞ্চায়েত স্তরে সরকারি চাকরির একটি নতুন ক্যাডার তৈরি করা হবে।


৫. গ্যাস সিলিন্ডার বর্তমানে ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে, তা কমিয়ে ৪০০ টাকা করা হবে।


৬. রাজ্যে আরটিই আইন আনার মাধ্যমে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানেও দ্বাদশ পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করা হবে।


আরও পড়ুন: Uttarkashi Tunnel Collapse: 'ভালো আছি', এন্ডোস্কপিক ক্যামেরায় ১০ দিন পর প্রথমবার দেখা মিলল সুড়ঙ্গে 'আটক' শ্রমিকদের!


৭. MNREGA এবং ইন্দিরা গান্ধীর শহুরে কর্মসংস্থান ১২৫ থেকে ১৫০ দিনে বৃদ্ধি করা হবে।


৮. ক্ষুদ্র ব্যবসায়ী এবং দোকানদারদের ৫ লক্ষ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ প্রদানের জন্য মার্চেন্ট ক্রেডিট কার্ড স্কিম শুরু করা হবে।


৯. সরকারি কর্মচারীদের চতুর্থ বেতন স্কেল সিরিজের ৯, ১৮, ২৭ এবং কর্মকর্তাদের সর্বোচ্চ স্কেল দেওয়া হবে।


১০. ১০০ জন জনসংখ্যা পর্যন্ত গ্রাম ও জনপদকে সড়কপথে সংযুক্ত করা হবে।


১১. প্রতিটি গ্রাম ও শহরের ওয়ার্ডে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে।


১২. আবাসন অধিকার আইন এনে সবাইকে আবাসন দেওয়া হবে।


১৩. জাতিগত জনগণনা করা হবে।


১৪. ইতিমধ্যে চলতে থাকা স্কিমগুলি আরও শক্তিশালী করা হবে।


আরও পড়ুন: Mahua Moitra: প্রাক্তন বন্ধু জয় অনন্তকে এক্স হ্যান্ডেলে ব্লক করলেন মহুয়া


ইশতেহার প্রকাশে কী বললেন খড়গে?


রাজস্থানে কংগ্রেসের ইশতেহার প্রকাশ করে পার্টি প্রধান মল্লিকার্জুন খাড়গে বলেছেন যে, ‘আমি শুধু একটা কথাই বলব যে রাজস্থান হল কংগ্রেসের শক্ত ঘাঁটি। আজ থেকে নয়, আমরা ১৯২৬ সালে সেন্ট্রাল অ্যাসেম্বলিতে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পূরণ করব। আমরা যা প্রতিশ্রুতি দিয়েছি তা প্রদান করি। একটি সরকার যদি তার ইশতেহারের ৯০ শতাংশ প্রতিশ্রুতি পূরণ করে, তাহলে সেটা বড় কথা’।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)