Uttar Pradesh Asssembly Election 2022: অষ্টম প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের, তালিকায় রয়েছেন ১০ জন মহিলা
কংগ্রেস আমেঠি কেন্দ্র থেকে আশিস শুক্লাকে প্রার্থী করেছে
নিজস্ব প্রতিবেদন: কংগ্রেস পার্টি সোমবার আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য অষ্টম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় রয়েছে আরও ২৮ জন প্রার্থীর নাম।
২৮টি বিধানসভা আসনের মধ্যে ১০টি আসনে দেওয়া হয়েছে মহিলা প্রার্থী। এটি মইলা প্রার্থীদের ৪০ শতাংশ আসন দেওয়ার জন্য দলের যে প্রতিশ্রুতি তার সাথে সামঞ্জস্যপূর্ণ।
এ তালিকায় দেখা গেছে যে কংগ্রেস আমেঠি কেন্দ্র থেকে আশিস শুক্লাকে প্রার্থী করেছে।
আরও পড়ুন: ICC T20 World Cup 2022: কত মিনিটে বিক্রি হয়ে গেল ভারত-পাক ম্যাচের সব টিকিট? জানতে পড়ুন
উত্তরপ্রদেশে, কংগ্রেস পার্টি এবং অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি-র (AICC) তরফে রাজ্যের ইনচার্জ প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা মহিলাদের উপর জোর দিচ্ছেন। দলটি মহিলা ও তরুণদের সমন্বয়ে ‘এমওয়াই’ ফ্যাক্টর গ্রহণ করেছে।
এদিকে, উত্তরপ্রদেশের ৪০৩ টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে সাতটি পর্যায়ে অনুষ্ঠিত হবে।
উত্তরপ্রদেশে ভোট হবে ১০, ১৪, ২০, ২৩, ২৭, এবং ৩ ও ৫ মার্চ মোট সাতটি ধাপে। ১০ মার্চ ভোট গণনা করা হবে।