নিজস্ব প্রতিবেদন: জম্মু ও কাশ্মীরে পরিস্থিতি স্বাভাবিক। মঙ্গলবার লোকসভায় কংগ্রেসের পরিষদীয় দলনেতা অধীররঞ্জন চৌধুরীর এক প্রশ্নের জবাবে একথা জানালেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন কংগ্রেসকে পালটা কটাক্ষ করে শাহ বলেন, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুখ আবদুল্লার বাবা শেখ আবদুল্লাকে ১১ বছর জেলবন্দী করে রেখেছিল কংগ্রেস। কাশ্মীরে শান্তি ফেরাতে তেমন কোনও পদক্ষেপ করেনি বর্তমান কেন্দ্রীয় সরকার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন শাহ বলেন, কাশ্মীরে প্রায় ৯৯.৫ শতাংশ ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছেন। হাসপাতালে চিকিৎসা করিয়েছেন প্রায় ৭ লক্ষ মানুষ। সমস্ত থানা এলাকা থেকে কার্ফু তুলে নেওয়া হয়েছে। প্রত্যাহার করা হয়েছে ১৪৪ ধারাও। সেখানে পঞ্চায়েত নির্বাচন হয়েছে। তার পরও কী করে বলা যেতে পারে যে পরিস্থিতি স্বাভাবিক নয়। আসলে কংগ্রেস জানতে চায় কবে কাশ্মীরে রাজনৈতিক কর্মসূচি শুরু করা যাবে?


অমিত শাহের দাবি, জম্মু-কাশ্মীরের সীমানা পুনর্বিন্যাসের পর থেকে পুলিসের গুলিতে এক জনেরও মৃত্যু হয়নি। 


এর পরই কংগ্রেসকে পালটা কটাক্ষ ছুড়ে দেন অমিত শাহ। বলেন, 'ফারুখ আবদুল্লার বাবা শেখ আবদুল্লাকে ১১ বছর জেলে ভরে রেখেছিলেন ইন্দিরা গান্ধী। আমরা তেমনটা করিনি। জম্মু ও কাশ্মীর প্রশাসনের যেদিন মনে হবে সেদিনই তারা গৃহবন্দী রাজনৈতিক নেতাদের গৃহবন্দী দশা থেকে মুক্তি দেবেন। তাতে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করবে না। আমরা আপনাদের মতো দিল্লি থেকে ফোনে প্রশাসন চালাই না।'


জম্মু - কাশ্মীরের সীমানা পুনর্বিন্যাসের পর থেকেই সেরাজ্যের জনজীবন স্বাভাবিক নয় বলে অভিযোগ করছে বিরোধীরা। যা মানতে নারাজ সরকার। কেন্দ্রের দাবি, উগ্রপন্থা দমনে জম্মু - কাশ্মীরের সীমানা পুনর্বিন্যাস করেছে তারা। যার ফলও মিলেছে হাতেনাতে।