নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই দাবি করেছিলেন, পাকিস্তানের ভাষায় কথা বলছে বিরোধীরা। আরও এক ধাপ এগিয়ে বিজেপির সাধারণ সচিব রাম মাধব বলেন, এক মাত্র পাকিস্তান থেকেই দাঁড়ালেই ভোটে জিতবে কংগ্রেসের নেতারা। কেন? রাম মাধবের ব্যাখ্যা, কংগ্রেস নেতাদের মন্তব্য প্রতিবেশী দেশের মানুষই বেশি রিটুইট করে থাকেন। তাঁদের এমন অবস্থা। পাকিস্তান থেকে দাঁড়ালেই একমাত্র জিততে পারেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


উত্তর পূর্ব ভারতের দায়িত্বে থাকা রাম মাধব বলেন, বিরোধীরা দিশাহীন পথে চলছে। মানুষকে বোঝাতে ব্যর্থ হয়েছে তারা। এমনকি বিজেপির সাধারণ সচিবের দাবি, হিন্দুস্তান না পাকিস্তানের হয়ে লড়ছে বিরোধীরা, তা বুঝতে পারছেন না খোদ জনগণ। সেনা সম্পর্কে মর্যাদাহানীকর কথা বলছেন বিরোধীরা। দেশে এখনও ‘মোদী ঝড়’ অব্যাহত বলে দাবি বিজেপি নেতার। রাহুল গান্ধীর সভায় ‘মোদী-মোদী’ স্লোগান উঠেছে। এমনকি গঙ্গাবক্ষে নির্বাচনী প্রচারের সময়ে প্রিয়ঙ্কা গান্ধী মন্দির দর্শন করতে গিয়ে ওঠে ‘মোদী-মোদী’ স্লোগান।


আরও পড়ুন- কংগ্রেসে যোগদানের খবর উড়িয়ে দিলেন স্বপ্না চৌধুরী


অসমের ১৪টি লোকসভা আসনের ১০টিতে বিজেপি দখল করবে বলবে প্রত্যয়ী রাম মাধব। উত্তর-পূর্ব ভারতে বিজেপির ভাল ফল হওয়ারও আশাবাদী তিনি। তবে, এনআরসি নিয়ে অসম-সহ গোটা উত্তর-পূর্বে ক্রমশ বিক্ষোভ জোরালো হচ্ছে। এনডিএ-এ শরিক নেতারা বিজেপি থেকে বেরিয়ে কংগ্রেস-সহ অন্যান্য দলে যোগ দেন।