জম্মু-কাশ্মীরে ফের সরকার গঠনের সলতে পাকানো শুরু! কংগ্রেসের বৈঠক নিয়ে তুঙ্গে জল্পনা
এদিকে প্রশ্ন উঠছে, পিডিপিকে সমর্থন করে সরকার গড়লে তা কংগ্রেসের জন্য আদৌ `লাভজনক` পদক্ষেপ হবে কি না। কারণ, কংগ্রেস সমর্থন দিয়ে জম্মু ও কাশ্মীরে সরকার গঠন করলে তাকে হাতিয়ার করে ফেলবে বিজেপি
নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীরে কি সরকার গঠনের তোড়জোড় শুরু করে দিল কংগ্রেস? মনমোহন সিংয়ের বাসভবনে সোমবারের বৈঠক ঘিরে এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে।
শুক্রবার দিল্লিতে এসে পৌঁছেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। ফলে এ রাজ্যে নতুন করে সরকার গঠন নিয়ে জল্পনা আরও জোরাল হচ্ছে। সোমবার জম্মু ও কাশ্মীরের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কংগ্রেসের বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে রাজনৈতিক মহলের খবর, জম্মু ও কাশ্মীরে সরকার গঠন নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। বৈঠকে উপস্থিত থাকার কথা ড. করণ সিং, পি চিদম্বরম, গুলাম নবি আজাদ, অম্বিকা সোনি ও মনমোহন সিংয়ের।
অারও পড়ুন-বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আজ ব্রাজিলের সামনে মেক্সিকো
জম্মু ও কাশ্মীরে সরকার গঠন করতে কংগ্রেস-পিডিপির আলোচনার সম্ভাবনা নিয়ে জল্পনা আগে থেকেই ছিল। তবে সেই জল্পনা রবিবারই উড়িয়ে দেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘‘পিডিপির সঙ্গে জোটের কোনও সম্ভাবনা বর্তমান ও ভবিষ্যতেও নেই।’’
আগামী ২দিন শ্রীনগরে জম্মু, কাশ্মীর ও লাদাখের কংগ্রেস নেতারা একটি কনক্লেভে উপস্থিত থাকবেন। সেখানেও পিডিপির সঙ্গে জোট নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীর বিধানসভার ৮৭টি আসনের মধ্যে পিডিপির দখলে রয়েছে ২৮টি আসন, বিজেপির সংগ্রহে ২৫, ন্যাশনাল কনফারেন্সের ঝুলিতে ১৫টি, কংগ্রেসের কাছে ১২ ও অন্যান্যদের হাতে ৭টি আসন। এদিকে, সরকার গঠন করতে ৪৪ বিধায়কের সমর্থন জোগাড় করলেই কেল্লাফতে।
আরও পড়ুন-টাইব্রেকারে ডেনমার্ককে হারিয়ে কোয়ার্টারে ক্রোয়েশিয়া
এদিকে প্রশ্ন উঠছে, পিডিপিকে সমর্থন করে সরকার গড়লে তা কংগ্রেসের জন্য আদৌ 'লাভজনক' পদক্ষেপ হবে কি না। কারণ, কংগ্রেস সমর্থন দিয়ে জম্মু ও কাশ্মীরে সরকার গঠন করলে তাকে হাতিয়ার করে ফেলবে বিজেপি। প্রচার করা হতে পারে দেশের নিরাপত্তার প্রশ্নে যেখানে সরকার ছেড়েছে বিজেপি সেখানে পিডিপি-কে সমর্থন দিয়ে কাশ্মীরের অশান্তিকেই ইন্ধন যোগাচ্ছে কংগ্রেস। ফলে কংগ্রেসের পক্ষে পিডিজিকে সমর্থন করা কতটা রাজনৈতিকভাবে পরিণত সিদ্ধান্ত হবে তা নিয়ে প্রশ্ন উঠছে।