নিজস্ব প্রতিবেদন : শনিবার ফের গুজরাট যাচ্ছেন রাহুল গান্ধী। নির্বাচনে কংগ্রেসের ফল নিয়ে পর্যালোচনার জন্যই কংগ্রেস সভাপতির এই তিনদিনের সফর। গুজরাট কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা বলার পাশাপাশি তিনি কথা বলবেন নবনির্বাচিত বিধায়কদের সঙ্গেও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বিজেপি মিথ্যে বলছে সবাই জানে, ২জি-র রায় প্রসঙ্গে মন্তব্য কংগ্রেস সভাপতির


কংগ্রেস সূত্রে খবর, সোমনাথ মন্দির দর্শন দিয়ে শুরু হচ্ছে রাহুল গান্ধীর গুজরাট সফর। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে গুজরাটে ১৮২ আসনের মধ্যে কংগ্রেস ও সহযোগী দল মিলে ৮০টি আসন দখল করেছে। তবে, বিজেপিকে গদিচ্যুত করার পথে থেকে গেছে ১৯ আসনের ফারাক। ঠিক কোথায় সেই কাজে ফাঁক থেকে গিয়েছিল, তারই কাটাছেড়া পর্যালোচনা হবে এই তিনদিনে বলে খবর কংগ্রেস সূত্রে। সেই সঙ্গে গুজরাটে দলের পরবর্তী রণকৌশল কী হবে তাও ঠিক করবেন কংগ্রেস সভাপতি?